মাত্র 50,000 টাকার নিচেই চলে এল Redmi ব্রান্ডের প্রথম Laptop- Redmibook Pro ও Redmibook E-Learning Edition, জেনেনিন স্পেসিফিকেশন্স ও দাম

redmibook pro redmibook e learning editon launched specifications price

অবশেষে বহু প্রতীক্ষার পর ভারতে চলে এলো Redmi ব্র্যান্ডের ল্যাপটপ। এর নাম দেওয়া হয়েছে রেডমিবুক (Redmibook)। আজকে রেডমিবুকের দুটো এডিশন লঞ্চ করে দেওয়া হল। একটা Redmibook Pro আরেকটা Redmibook E-Learning Edition। চলুন দেখে নেওয়া যাক এই দুটো ল্যাপটপের স্পেসিফিকেশনস ও দাম সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে।  

Redmibook Pro স্পেসিফিকেশনস

Redmibook Pro তৈরি করা হয়েছে পলিকার্বনেট চ্যাসিস দিয়ে। এটি পাওয়া যাবে ক্লাসিক চারকোল গ্রে কালারের মধ্যে। এর থিকনেস মাত্র 19.9mm এবং তার সাথে এর ওজন 1.8 কেজি। মাত্র একটা আঙ্গুল দিয়েই খুলে ফেলা যাবে এই ল্যাপটপকে। শাওমি ক্লেইম করছে এডিটিং, গেমিং থেকে শুরু করে স্ট্রিমিং- সমস্ত ক্ষেত্রেই এই ল্যাপটপ দারুন পারফর্ম করবে।

 39.62 সেন্টিমিটার এর ফুল এইচডি ডিসপ্লে। তার সাথে এর মধ্যে রয়েছে 720p HD ওয়েব ক্যাম আর ডুয়াল মাইক্রোফোনের সুবিধা। কিবোর্ডে ব্যবহার করা হয়েছে 1.5mm Key Travel Scissor Mecanism। যা সিমলেস কীবোর্ড এক্সপিরিয়েন্স দেবে। এর মধ্যে রয়েছে হান্ড্রেড সেন্টিমিটার স্কোয়ার ট্র্যাকপ্যাড। যার মধ্যে সোয়াইপ থেকে শুরু করে মাল্টি ফিঙ্গার ট্যাপ- সমস্ত সুবিধাই পাওয়া যাবে। 

দুটো USB 3.2 পোর্ট। সাথে আছে HDMI পোর্ট, GIGABAIT ETHERNET, ইউএসবি 2.0, এসডি কার্ড রিডার, 3.5mm কম্বো অডিও জ্যাক। প্রসেসর হিসাবে এর মধ্যে ব্যবহার করা হয়েছে 11th Gen Intel Core i5-1300H প্রসেসর কে। সাথে আছে Intel Iris Xe গ্রাফিক্স।

জেনেনিন : মাত্র 6,499 টাকায় 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হয়ে গেল Infinix Smart 5A স্মার্টফোনটি, জেনেনিন এর স্পেসিফিকেশন্স, দাম সমস্তকিছু বিস্তারিত ভাবে

আছে 8GB DDR4 RAM। স্টোরেজ হিসাবে রয়েছে 512GB NVMe SSD। রয়েছে WiFi 5, Bluetooth 5.0, দুটি 2W Stereo Speakers। ফুল চার্জে এর ব্যাটারি 10 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। রয়েছে বড়ো ইনটেক ভেন্টও। তাই এই ডিভাইস গরম হওয়ার ভয়ে ও থাকবে না।

Redmibook Pro এর সাথে সাথেই বর্তমান সময়ে ওয়ার্ক ফরম হোমের কথা বিবেচনা করেই রেডমিবুক এর নতুন এক ইলার্নিং এডিশন লঞ্চ করে দেওয়া হয়েছে। এর নাম Redmibook E-Learning Edition। এর মধ্যে রয়েছে 11th Gen Intel Core i3-1115G4 প্রসেসর। রয়েছে 256GB ও 512GB স্টোরেজ অপশন। 

Redmibook Pro ও Redmibook E-Learning Edition দুটির মধ্যেই থাকছে Windows 10 আউট অব দ্য বক্স। তবে Windows 11 এভেলেবেল হলে পাওয়া যাবে ফ্রি আপগ্রেড! এটাও দারুন ব্যাপার। এবার আসি এই ল্যাপটপ দুটোর দাম এর ব্যাপারে। 

Redmibook Pro ও Redmibook E-Learning Edition দাম

Redmibook Pro-এর দাম রাখা হয়েছে 49,999 টাকা এবং তার সাথে আপনার কাছে যদি HDFC ব্যাংকের ডেবিট কার্ড অথবা ক্রেডিট থাকে বা এই ব্যাংকের EMI এর ক্ষেত্রেও আপনি 3,500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। অর্থাৎ এই ডিসকাউন্ট দিয়ে এই ল্যাপটপের দাম হচ্ছে 46,499 টাকা মাত্র। 

অপরদিকে Redmibook E-Learning Edition-এর দাম রাখা হয়েছে 41,999 টাকা। তবে এই ল্যাপটপের ক্ষেত্রেও HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইএমআই এর ক্ষেত্রে আপনি 2,500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। তারপর দাম হবে 39,499 টাকা। আর এই দাম 256GB স্টোরেজের জন্য। 

জেনেনিন : Xiaomi নিয়ে আসছে Xiaomi Mi 11 Lite NE, উঠে আসছে কিছু তথ্য, থাকবে গেমিংয়ের ক্ষেত্রেও চমক

আর 512GB স্টোরেজ ভেরিয়েন্ট যদি আপনি নিতে চান তাহলে তার দাম পড়বে 44,999 টাকা। এর ক্ষেত্রেও HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইএমআই এর ক্ষেত্রে আপনি 2,500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডিসকাউন্ট দিয়ে এর দাম পড়বে 42,499 টাকা মাত্র। সেল শুরু হবে আগস্টের 6 তারিখ থেকে। কিনতে পাওয়া যাবে মি অফিসিয়াল স্টোর, মি হোম ও ফ্লিপকার্টের মাধ্যমে। 

কেমন লাগলে দুটি ল্যাপটপ আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না। নিঃসন্দেহে দুর্দান্ত সমস্ত স্পিসিফিকেশনস রয়েছে ল্যাপটপ গুলোতে। যেগুলো বাজারে অন্যান্য ল্যাপটপকে ভালোই টক্কর দেবে।