স্মার্টফোন কোম্পানিগুলোকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে কাজ করতে দেখি। এবং এই সুবাদেই অনেক সময়ে তাদের অদ্ভুত রকমের ডিজাইন নিয়ে কাজ করতেও আমরা দেখতে পায়। এবার এমনই এক অদ্ভুত ডিজাইন সামনে এসে গেল ভিভোর পক্ষ থেকে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে তারা চায়না ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশনে এক পেটেন্ট ফাইল করেছে। যেটা থেকেই এই অবাক করা ডিজাইন সামনে এসে গেছে।
এই ডিজাইনের স্মার্টফোনটা দেখেই আপনার মনে হবে যেন আইপডের (iPod) মত এর ডিজাইন। ঠিক যেন আইপড ক্লাসিকই রয়েছে স্মার্টফোনের আকারে। যার প্রায় অর্ধেকটা জুড়েই একটা ক্লিকহুইল (Click Wheel)রয়েছে। আর বাকি অর্ধেকটা জুড়ে রয়েছে ডিসপ্লে। তবে ডিজাইন দেখে এটা আইপডের অল্টারনেটিভ ভার্সন তৈরি করার চেষ্টা বললেও ভুল হবে, কারণ সেখানে স্পষ্টতই উল্লেখ রয়েছে এটা একটি স্মার্টফোনের ডিজাইন। তারই সাথে ডিজাইন দেখেই মনে করা হচ্ছে এটার মধ্যে থাকবে একটা মেটালিক বডি।
ক্লিক হুইলটা পাতি কোয়ালিটির নয়। দেখে প্রিমিয়াম কোয়ালিটিরই মনে হয়েছে আমাদের। আর আর নিয়ে এই সমস্ত কিছুর জন্য স্মার্টফোনটা কিছুটা মোটা হবে বলেও মনে করা হচ্ছে। তবে এরপর আর কোনরকম বাটন নেই এই স্মার্টফোন টিতে। নেই কোনো রকম ভলিউম আপ-ডাউন বাটন বা পাওয়ার অন-অফ এর বাটন। যেটা সকলকে হতবাক করেছে।
তবে এখনো পর্যন্ত এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না এই স্মার্টফোন বাজারে আসবে নাকি শুধুমাত্র কনসেপ্টে আকারেই থেকে যাবে। কারণ এর আগেও ভিভো কে আমরা বিভিন্ন ধরনের পেটেন্ট নিয়ে কাজ করতে দেখেছি। আর নিঃসন্দেহে সমস্ত পেটেন্ট বাস্তবে রূপায়িত করে মার্কেটে নিয়ে আসা সম্ভব হয় না সব সময় এই কোম্পানিগুলোর পক্ষে।
এমনকি এর আগেও স্মার্টফোন থেকে ড্রোন হয়ে যাওয়ার মতো ডিজাইন নিয়েও কাজ করতে দেখেছি আমরা। এবার সময়ই বলে দেবে এই ধরনের কোন স্মার্টফোন ভিভোর নিয়ে আসবে না আসবে না। কেমন লাগলো এই ডিজাইন আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।