লঞ্চ হতে চলেছে Xiaomi 11T সিরিজ, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন, দাম এবং লঞ্চ Date

xiaomi 11T 11T Pro

আমরা জানি গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে Xiaomi 11T সিরিজ। সম্প্রতি Tipster Mukul Sharma ট্যুইট করে জানিয়েছেন, ভারতের বাজারে আসতে চলেছে এই সিরিজের দুটি অসাধারণ স্মার্টফোন। যার মধ্যে রয়েছে Xiaomi 11T এবং Xiaomi 11T Pro ভেরিয়েন্ট। চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনগুলোর স্পেসিফিকেশন সম্বন্ধে। 

Xiaomi 11T স্পেসিফিকেশন কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.67-Inch FHD+ TrueColour OLED Display। একই সাথে পাবেন 120Hz Refresh Rate of, 480Hz Touch Response Rate, EyeCare Mode এবং 20:9 Aspect Ratio। স্মার্টফোনটি নির্মিত হয়েছে Mediatek Dimensity 1200 Ultra Chipset দ্বারা।

জানা গেছে স্মার্টফোনটি MIUI 12.5 Android 11 উপর ভিত্তি করে চালিত হবে। স্মার্টফোনের মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে আপনি পেয়ে যাবেন 108MP Primary Sensor, 8MP Ultra-Wide-Angle Camera এবং 3x জুম যুক্ত Tele-Macro Camera। এছাড়াও পাবেন 16MP সেলফি ক্যামেরা। একই সাথে থাকবে 8K রেজুলেশন যুক্ত ভিডিও রেকর্ডিং এর সুবিধাও। 

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 5000mAh Battery এবং 67W Fast-Charging সাপোর্ট সুবিধা। এরই পাশাপাশি ইনক্লুড রয়েছে 5G, 4G LTE, Dual-Band Wi-Fi, Bluetooth 5.1, GPS, USB Type-C Port এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 

Xiaomi 11T Pro স্পেসিফিকেশন কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.67-Inch FHD+TrueColour Display। প্রসেসর হিসাবে স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে Qualcomm Snapdragon 888 Chipset। ডিসপ্লের বাকি সমস্ত ফিচার্স আগের স্মার্টফোনটির মতই রয়েছে।

জেনেনিন : অবিশ্বাস্য কান্ড! হাতে মোবাইল দেওয়া মাত্রই শেষ হয়ে যাচ্ছে মোবাইল ডেটা, উত্তরপ্রদেশের অস্তিত্ব আগারওয়াল কে নিয়ে চিন্তিত সকলেই

এবার আমরা জেনে নেবো স্মার্টফোনের ক্যামেরা সম্বন্ধে। এই স্মার্টফোনটিতেও রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে আপনি পাবেন 108MP Samsung HM2 Primary Sensor, 8MP 119-Degree Ultra-Wide-Angle Lens এবং 8MP Tele-macro Sensor। সেলফির জন্য রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। 

একই সাথে পাবেন 5000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং ফিচারস। যা সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে সম্পূর্ণ চার্জ হয়ে যায় মাত্র 17 মিনিটে। এখানেই শেষ নয় আরও পাবেন Harman Kardon Speaker, 5G, 4G LTE, Dual-Band Wi-Fi, Bluetooth 5.1, GPS, এবং USB Type-C Port। 

দাম কত রাখা হয়েছে?

Xiaomi 11T স্মার্টফোনটির 8GB + 128GB ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন Euro 499 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 43,300 টাকা। একই সাথে 8GB + 256GB মডেলটি আপনি পেয়ে যাবেন  Euro 549 অর্থাৎ ভারতীয় মুদ্রায় আপনাকে খরচ করতে হবে 47,700 টাকা। স্মার্টফোনটি Meteorite Gray, Celestial Blue এবং Moonlight White এই তিনটি কালারে উপলব্ধ রয়েছে। 

অন্যদিকে Xiaomi 11T Pro 8GB + 128GB আপনি পাবেন Euro 649 অর্থাৎ আমাদের দেশে যা প্রায় 56,400 টাকা। একই সাথে 8GB + 256GB মডেলের জন্য আপনাকে দিতে হবে Euro 699 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা 60,800 টাকা। 

জেনেনিন : Reliance Jio কাস্টমার? এই প্ল্যান গুলি ব্যবহার করে উপভোগ করুন IPL 2021

এছাড়াও 12GB + 256GB ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে Euro749 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে যা প্রায় 65,100 টাকা। স্মার্টফোনটি আপনি Meteorite Gray, Celestial Blue এবং Moonlight White কালার অপশনে পেয়ে যাবেন। 

লঞ্চ Date কবে?

এই সিরিজের স্মার্টফোনগুলো আমাদের দেশে কবে লঞ্চ হবে তা এখনো নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে এই বছরের অক্টোবর মাসের শুরুতেই আমাদের দেশে Xiaomi 11T লাইন আপের স্মার্টফোনগুলো উপলব্ধ হবে বলে জানা গেছে। কি ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সম্বন্ধে? তা আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না।