Amazon-এ যুক্ত হচ্ছে Bengali এবং Marathi ভাষা, গ্রাহকদের সুবিধার্থেই এই উদ্যোগ

নিজেদের নিত্যপ্রয়োজনীয় জিনিস আমরা বাড়িতে বসেই Amazon মাধ্যমে হাতের মুঠোয় পেয়ে থাকি। আর তাই আমাজন ভারতে ব্যবহারকারীদের চাহিদা পূরণের জন্য ভারতীয় বাজারে তাদের পরিষেবা সম্প্রসারণ করে চলেছে প্রতিনিয়ত। নিয়ে আসা হচ্ছে নিত্যনতুন সুবিধাও। 

আমরা জানি, এই বছরের শুরুর দিকে, দেশে মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসার সহায়তার জন্য Amazon প্রথম ডিজিটাল কেন্দ্র স্থাপন করে। সম্প্রতি ভারতে আরও ব্যবহারকারীদের তাদের শপিং প্লাটফর্মে আকর্ষণ করতে Amazon শপিং ওয়েবসাইট এবং App-এ বাংলা এবং মারাঠি দুটি নতুন ভারতীয় ভাষা যোগ করেছে। 

এছাড়াও Amazon ইতিমধ্যেই তার প্ল্যাটফর্মে হিন্দি, কন্নড়, তেলেগু, মালায়ালাম এবং তামিলসহ বিভিন্ন ভারতীয় ভাষা সাপোর্ট করে। যার ফলস্বরূপ আমাদের দেশের সমস্ত মানুষ খুব সহজেই নিজেদের পছন্দমতো ভাষা ব্যবহার করে Amazon-এর পরিষেবা উপভোগ করতে পারেন।

জেনেনিন : চমক নিয়ে আসছে Amazon Great Indian Festival সেল, পাওয়া যাবেন অসাধারণ ডিসকাউন্ট, কেনার আগেই জেনেনিন বিস্তারিত

সুতরাং, Amazon ই-কমার্স সাইটে ভারত থেকে সর্বমোট 7 টি আঞ্চলিক ভাষা ব্যবহারের সুবিধা প্রদান করছে। গতবছর Amazon-এর Voice-Based Search-এ হিন্দি ভাষা যুক্ত করা হয়েছিল। আর বলা নিষ্প্রয়োজন তা ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে। ভারতের মতো বহুভাষা ভাষী দেশে তাই মনে করা হচ্ছে নতুন এই দুটি ভাষার ব্যবহার গ্রাহকদের বাড়তি সুবিধা প্রদান করবে। 

অর্থাৎ নতুন এই আপডেট Amazon কে ভারতের বাজারে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। কেমন লাগলো আপনার Amazon এর এই নতুন ফিচার্স? তা আমাদের জানাতে ভুলবেন না। Amazon-এর এই আপডেটে আপনি কি খুশি? জানাতে ভুলবেন না।