WhatsApp-এর মধ্যে শীঘ্রই আসছে এই ইন্টারেস্টিং ফিচার গুলি, অসাধারণ সুবিধা প্রদান করবে সকলকেই

WhatsApp ShresthoTech

WhatsApp-কে প্রায়ই আমরা নতুন নতুন ফিচার নিয়ে আসছে দেখি এবং অতি সম্প্রতি হোয়াটসঅ্যাপ বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার নিয়ে এসেছে তাদের ইউজারদের জন্য। আগামী দিনে আরও বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ তাদের প্লাটফর্মে। আজকের আর্টিকেল আমরা দেখে নেব হোয়াটসঅ্যাপের এইরকমই বেশ কয়েকটি আপকামিং ইন্টারেস্টিং ফিচার সম্পর্কে। যেগুলো ইউজারদের দুর্দান্ত সুবিধা প্রদান করবে।

পস ভয়েস রেকর্ডিং

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডিং করা কালীন ইউজাররা মাঝে ভয়েস রেকর্ডিং পস (Pause) করার কোন অপশন পেতেন না। এবার সেই সুবিধা নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে রেকর্ডিং চলাকালীন মাঝে একটা পস করার অপশন পাব আমরা। যেখান থেকে প্রয়োজন হলে খুব সহজেই রেকর্ডিং সাময়িক ভাবে পস করে দেওয়া যাবে। আবার পরবর্তীকালে সুবিধা অনুযায়ী প্লে করে নিয়ে আবার রেকর্ডিং শুরু করা যাবে। নিঃসন্দেহে এই ফিচার ব্যাপক সুবিধা প্রদান করব সাধারণ ইউজারদের।

এনক্রিপটেড চ্যাট ব্যাকআপ

ইতিমধ্যেই এই ফিচার রোল আউট করা শুরু করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বিটা ইউজারদের মধ্যে। এতদিন পর্যন্ত WhatsApp Chat ক্লাউড ব্যাকআপ করে রাখতে গেলে সেই চ্যাট আর এনক্রিপটেড (Encrypted) থাকত না। ফলে সিকিউরিটি সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা থেকেই যেত। সেই সমস্যা থেকেও দ্রুত হোয়াটসঅ্যাপ মুক্তি নিয়ে আসতে চলেছে। এবার আই ক্লাউড ব্যাক আপই হোক বা গুগল ড্রাইভে ব্যাকআপ। আপনি যেখানেই হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ করে রাখবেন না কেন, সমস্ত জায়গাতেই এই চ্যাট এনক্রিপটেড থাকবে। এমন ফিচার খুব শিগগিরই সাধারণ ইউজারদের জন্য রোল আউট করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ মেসেজ ইমোজি রিয়াকশন ফিচার

এতদিন পর্যন্ত ফেইসবুক এর মধ্যে এই ধরনের ফিচার আমরা ব্যবহার করতে পারতাম। যেখানে মনের ভাব শুধুমাত্র লাইক নয়। মনের ভাব বিভিন্ন ধরনের ইমোজি (Emoji) ব্যবহার করে আমরা প্রকাশ করতে পারতাম। এবার এমন সুবিধা হোয়াটস্যাপ ম্যাসেজের ক্ষেত্রেও নিয়ে আসার জন্য কাজ চলছে। নিঃসন্দেহে সেটা দারুণ হবে। এই ফিচার যদি হোয়াটসঅ্যাপে রোল আউট করে দেওয়া হয় তাহলে মনের ভাব প্রকাশের আরো এক খুব সহজ-সরল মাধ্যম হাতে চলে আসবে সাধারণ ইউজারদের।

জেনেনিন : ভালো স্মার্টফোন কেনার কথা ভাবছেন? দেখেনিন 15,000 টাকার মধ্যে এই অসাধারণ স্মার্টফোন গুলি

ম্যানেজ চ্যাট ব্যাকআপ

এতদিন পর্যন্ত whatsapp-এ চ্যাট Back Up-এর ক্ষেত্রে সমস্ত খুঁটিনাটি ম্যানেজ করা সম্ভব ছিলনা। WABetaInfo থেকে পাওয়া তথ্য অনুযায়ী হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই এই ক্লাউড চ্যাট ব্যাকআপ এর ক্ষেত্রে নিয়ে আসতে চলেছে এমন ফিচার যেখানে খুব সহজেই ঠিক করে নেওয়া যাবে আপনার ফটো নাকি ভিডিও না রেকর্ডিং- কোনটি ক্লাউডে ব্যাকআপ করে রাখবেন আপনি সেটাও! যার ফলে আপনার ওভারঅল চ্যাট ব্যাকআপ এর সাইজ কত হবে সেটাও একপ্রকার ভাবে ঠিক করে রাখতে পারবেন আপনি।

এই ফিচারগুলো কবে রোল আউট করা হবে এই সম্পর্কিত সঠিক খবর না পাওয়া গেলেও, এই ফিচার গুলো রীতিমতো ইন্টারেস্টিং। প্রত্যেকটা ফিচার ইউজারদের নিত্য নতুন সুবিধা প্রদান করবে। এই ফিচার গুলোর মধ্যে কোন ফিচার আপনার সব থেকে ইন্টারেস্টিং মনে হল অবশ্যই জানাতে ভুলবেন না।

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।