WhatsApp-এর মধ্যে আসতে চলেছে Voice Recording Pause ফিচার, ছোট্ট হলেও এর সুবিধা অনেক

WhatsApp Voice Message Pause Recording Feature Coming Soon (Image : WABetaInfo)

হোয়াটসঅ্যাপ (WhatsApp) প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসছে তাদের প্লাটফর্মে। এবং এই ফিচার গুলো দুর্দান্ত সমস্ত সুবিধা নিয়ে চলে আসছে সাধারণ ইউজারদের জন্যই। এবার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে রেকর্ডিং পস (Recording Pause) ফিচার। যার সাহায্যে ভয়েস রেকর্ড করার মাঝে পস করেও রাখতে পারে যাবে। পুনরায় যখন রেকর্ড করার প্রয়োজন হবে তখন প্লে করে নিয়ে আবার শুরু করতে পারে যাবে তারপর থেকেই।  

WhatsApp নিয়ে আসছে Voice Recording Pause ফিচার 

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে দীর্ঘ ভয়েস রেকর্ডিং পাঠাতে গেলে মাঝে মাঝে সেটাকে কয়েকটি ভাগে ভাগ করে রেকর্ড করে পাঠাতে হতো। ফলে যারা একটানা দীর্ঘ ভয়েস রেকর্ডিং পাঠাতে চাইতেন তাদের অসুবিধা হতো। তাদের ক্ষেত্রে ভয়েস রেকর্ডিং পস করার কোনরকম অপশন ছিল না। 

WABetaInfo-এর পক্ষ থেকে জানা যাচ্ছে এবার হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই ভয়েস রেকর্ডিং পস ফিচার নিয়ে আসতে চলেছে। WABetaInfo-র পক্ষ থেকে শেয়ার করা তথ্য থেকে দেখা যাচ্ছে ঠিক আগের মতোই ভয়েস রেকর্ড করার অপশন থাকছে WhatsApp-এর মধ্যে। কিন্তু তারই সাথে সেন্ড এবং ডিলিট এর মাঝে একটি পস করার অপশন রয়েছে।

জেনেনিন : Spotify ব্যবহার করেন? দিওয়ালি উপলক্ষে দুর্দান্ত ডিসকাউন্টে এক বছরের জন্য প্রিমিয়াম প্ল্যান নিয়ে চলে এসেছে তারা, মিস করলে লস

ভয়েস রেকর্ডিং চলাকালীন প্রয়োজন পড়লে সেইটাতে প্রেস করে ভয়েস রেকর্ডিং সাময়িকভাবে থামিয়ে দেওয়া যাবে। আবার যখন প্রয়োজন হবে তখন সেই অপশনে ক্লিক করে সেখান থেকেই ভয়েস রেকর্ডিং শুরু করতে পারা যাবে। নিঃসন্দেহে এই ফিচার খুবই সুবিধাজনক হতে চলেছে। খুব ছোট্ট হলেও ইউজারদের অনেক সুবিধা প্রদান করবে এই ফিচারটি। 

ভয়েস রেকর্ডিং এর ক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই হোয়াটসঅ্যাপ গুরুত্বপূর্ণ আরও একটি ফিচার ইন্ট্রোডিউস করেছে। এর আগে আমরা দেখেছিলাম ভয়েস রেকর্ডিং স্পিড সম্পর্কিত ফিচার নিয়ে এসেছে তারা। এখানেও প্রয়োজন পড়লে দীর্ঘ ভয়েস রেকর্ডিং খুব দ্রুত শুনতে পাওয়ার সুবিধা পেয়েছিলেন সাধারণ ইউজাররা।

তারপর আবার এই সুবিধা নিয়ে আসছে তারা। তবে এই ফিচার এখনও টেস্টিং পর্যায়েই রয়েছে। কবে অফিসিয়ালি রিলিজ করা হবে সে সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি। এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।

প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।