হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা আমরা সব সময় উপভোগ করি। এবার হোয়াটসঅ্যাপের মধ্যে এমন এক ইন্টারেস্টিং ফিচার চলে এলো যার সাহায্যে ভিডিও কলিং এর ক্ষেত্রে আরো অনেক সুবিধা পাওয়া যাবে। এতদিন পর্যন্ত গ্রূপ ভিডিও কলিং (Group Video Calling) একবার শুরু হয়ে গেলে সেই গ্রূপ ভিডিও কলিং এ আর জয়েন করা যেত না। এবার সেই সুবিধাও নিয়ে চলে এলো হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে সমস্ত ইউজারদের মধ্যে এই ফিচার রোল আউট করা শুরু হয়ে গেছে।
WhatsApp Group Video Call শুরু হয়ে গেলেও Join করতে পারবেন
তাই এবার থেকে এই সুবিধা গ্রহণ করে আপনি যদি কোন গ্রুপ ভিডিও কলে প্রথমে যুক্ত নাও হতে পারেন পরবর্তীকালে যেকোনো সময় জয়েন করতে পারবেন। তবে অবশ্যই তা করতে পারবেন সেই গ্রুপ ভিডিও কল চলাকালীনই। হোয়াটসঅ্যাপ এই ফিচারের নাম দিচ্ছে জয়েনেবেল কলস (Joinable Calls)।
কিভাবে কাজ করবে ফিচারটি? জেনে নিন এখুনি
এই ফিচারটি কাজ করবে অনেকটাই গুগোল মিট এবং জুম বা মাইক্রোসফ্ট টিমের মতো গুরুত্বপূর্ণ ভিডিও কলিং অ্যাপ্লিকেশনগুলোর মতই। যখন গ্রুপ ভিডিও কল চলবে তখন হোয়াটসঅ্যাপের কল সেকশনে আপনাকে যেতে হবে। সেখানে কোন কোন গ্রুপ ভিডিও কল চলছে সেগুলোকে আপনাকে দেখিয়ে দেওয়া হবে।
এমনকি আপনাকে যে গ্রুপ ভিডিও কল গুলিতে ইনভাইট করা হয়েছে, সেগুলোও আপনি দেখতে পারবেন সেখানে। সিম্পলি যেটিতে জয়েন করতে চান তার উপর ট্যাপ করেই আপনি জয়েন করে ফেলতে পারবেন সেই গ্রুপ ভিডিও কলে।
বর্তমান পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ গ্রূপ ভিডিও কলিং এর জন্য অত্যধিক রকম ভাবে ব্যবহার করা চলছে। আর তাই, এই সুবিধাটা দারুন কাজ দেবে সকল ইউজারদেরই। ফিচারটা যেহেতু রোল আউট করা শুরু হয়ে গেছে তাই আপনিও হয়তো পেয়ে গেছেন এই ফিচারটা। এখনই সেটা চেক করতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন টিকে আপডেট করে নিতে ভুলবেন না।
এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকুন। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।