আজকেই অফিশিয়ালি ভারতে লঞ্চ হয়ে গেল Redmi Note 10T 5G স্মার্টফোনটি। দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশনস, দাম সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Redmi Note 10T 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন্স
Redmi Note 10T 5G স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.5 ইঞ্চি FHD+ Dot Display। আছে 90Hz এর রিফ্রেশ রেট ও 1100nits ব্রাইটনেস। কর্নিং গরিল্লা গ্লাস প্রটেকশন থাকছে। স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর ও তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।
প্রসেসর হিসেবে এর মধ্যে রয়েছে মিডিয়াটেকের Dimensity 700। পাওয়া যাবে 6 GB RAM ও 128 GB স্টোরেজ এবং 4GB RAM ও 64GB স্টোরেজের সাথে। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজকে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
স্মার্টফোনটির দাম নিয়ে এবার আলোচনা করা যাক। 4GB-64GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 13,999 টাকা এবং 6GB-128GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 15,999 টাকা। স্মার্টফোনটি পাঁচটি কালার ভেরিয়েন্ট পাওয়া যাবে ব্ল্যাক, ব্লু, পার্পেল, গ্রীন এবং হোয়াইট। আমাজন, mi.com, Mi Home এবং অফলাইন রিটেল স্টোর থেকে এই স্মার্টফোনটি কিনতে পাওয়া যাবে।
HDFC ব্যাংকের যদি ক্রেডিট কার্ড থাকে আপনার কাছে তাহলে এই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এবং ইএমআই অপশনে আপনি 1,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। স্মার্টফোনটির সেল শুরু হবে জুলাইয়ের 26 তারিখ থেকে। কেমন লাগলো এই স্মার্টফোনটি আপনার? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।