খুব শীঘ্রই WhatsApp নিয়ে আসছে গুরুত্বপূর্ণ Security Update, জানালেন Mark Zuckerberg নিজেই

whatsapp cloud back up end to end encryption will be rolled out soon hints mark zuckerberg

হোয়াটসঅ্যাপ (WhatsApp) অতিসম্প্রতি একের পর এক গুরুত্বপূর্ণ নতুন ফিচার নিয়ে আসছে তাদের ইউজারদের জন্য। আর নিঃসন্দেহে এই সমস্ত ফিচারগুলো হোয়াটসঅ্যাপ কে আরো সিকিওর করে তুলছে। আর আরও সুবিধা নিয়ে এসে সকলের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছে তারা।

WhatsApp নিয়ে আসছে গুরুত্বপূর্ণ Security Update

মাত্র কয়েকদিন আগেই আমরা জানতে পেরেছিলাম হোয়াটসঅ্যাপ ক্লাউড ব্যাকআপ (Cloud Backup)-এর ক্ষেত্রেও End-to-End Encryption ফিচারটি নিয়ে আসতে চলেছে। আর এবার জানা যাচ্ছে এই ফিচার roll-out করে দেওয়া হবে খুব শীঘ্রই। শুধুমাত্র iOS ইউজারদের জন্যই নয়, Android ইউজারদের জন্যও এই ফিচার চলে আসবে আর কিছুদিনের মধ্যেই।

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে ফেসবুক এবং ফেসবুকের সিইও মার্ক জুকারবাগ এটি ফেসবুক পোস্ট করেছেন। যেখানে এই iCloud বা Google Drive-এ হোয়াটসঅ্যাপ এর ব্যাকআপ এর ক্ষেত্রে কি ধরনের স্টেপ তারা নিতে চলেছেন সেই বিষয়ে অবগত করেছেন আমাদের সকলকে। এই কাজটি যে মোটেও সহজ ছিল না সেটাও তিনি জানাতে ভোলেননি। এসেছিল একের পর এক টেকনিকাল চ্যালেঞ্জ। যেগুলোকে তারা সলভ করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। 

নিঃস্বন্দেহে এই ফিচার রোলআউট করে দেওয়া হলে হোয়াটসঅ্যাপের ক্লাউড চ্যাট ব্যাকআপ, যেটা এতদিন ধরে সিকিউর ছিলনা, সেটা আরও সিকিউর হয়ে যাবে। এক্ষেত্রে এই End-to-End Encryption পাসওয়ার্ড (Password) ক্রিয়েট করে বা তার সাথে 64 ডিজিটের এনক্রিপশন Key ব্যবহার করে লক করতে পারবেন ইউজাররা। 

জেনেনিন : সাবধান! 19000 এর বেশি Apps লিক করে দিচ্ছে আমাদের গোপন তথ্য, উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য, এইভাবে সচেতন থাকুন

পরবর্তীকালে এই চ্যাট রিস্টোর (Restore) করতে গেলে প্রয়োজন হবে সেই পাসওয়ার্ড বা 64 ডিজিটের এনক্রিপশন কি। এই ফিচার রোল আউট করে দেওয়া হলে কোনো থার্ড পার্টিও হোয়াটসঅ্যাপের চ্যাট কে অ্যাক্সেস করতে পারবে না। অর্থাৎ অ্যাপেল, গুগলের মত ক্লাউড ব্যাক আপ সার্ভিস প্রোভাইডাররাও আপনার চ্যাট অ্যাক্সেস করতে পারবে না। 

কবে আসছে নতুন ফিচার?

এই বিষয়ে এখনো পর্যন্ত সঠিক কোন ডেট জানায়নি হোয়াটসঅ্যাপ। তবে জানা যাচ্ছে প্রথমে বিটা টেস্টারদের মধ্যে এই ফিচারটিকে রোল আউট করে দেওয়া হবে। এবং পরবর্তীকালে সকল ইউজারদের মধ্যে এই গুরুত্বপূর্ণ সিকিউরিটি মেজারসকে ছড়িয়ে দেওয়া হবে।