5000mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়ে গেল VIVO Y3s, জেনেনিন এর স্পেসিফিকেশন্স, দাম সহ সমস্ত কিছু

Vivo-Y3s

আজকেই VIVO লঞ্চ করে দিল তাদের Y সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন। আর এটা হল VIVO Y3s। 5000mAh এর ম্যাসিভ ব্যাটারি রয়েছে স্মার্টফোনটিতে। যেটা এর অন্যতম আকর্ষণ। দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির সমস্ত স্পেসিফিকেশন্স, দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

VIVO Y3s স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

VIVO Y3s-এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চ HD+ LCD ডিসপ্লে। স্মার্টফোনটিতে ওয়াটার ড্রপ স্টাইলের নচ (Water Drop Notch) রয়েছে। যার মধ্যে সেলফি ক্যামেরা দেওয়া থাকছে। ক্যামেরা হিসেবে স্মার্টফোনটিতে হয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। আর তার সাথে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

প্রসেসের হিসাবে VIVO Y3s-এর মধ্যে ব্যবহার করা হয়েছে MediaTek Helio P35 প্রসেসর এবং একটি মাত্র 2GB-32GB স্টোরেজ ভেরিয়েন্টে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। তবে ফোন মেমোরি কে 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে।

জেনেনিন : মহাকাশে বিশ্বের প্রথম মুভি শুট করে International Space Station থেকে সফল ভাবে ফিরে এল রাশিয়ান ফিল্ম টিম, রচনা হল নতুন ইতিহাসের

স্মার্টফোনটির মধ্যে পাওয়া যাবে 5000mAh ব্যাটারি। ভিভো জানাচ্ছে এই ব্যাটারি ব্যবহার করে 19 ঘন্টা অনলাইন এইচডি মুভি স্ট্রিমিং করা যাবে। তার সাথে 8 ঘন্টা গেমিং করা যাবে। যেটা দারুন একটা ক্লেইম। রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট। যার সাহায্যে চার্জিং এবং ডাটা ট্রান্সফার করা যাবে। 

VIVO Y3s-এর দাম 

আমাদের দেশে শুধুমাত্র স্মার্টফোনটি একটি ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে। সেটি হল 2 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ। এর দাম রাখা হয়েছে 9,490 টাকা। কিনতে পাওয়া যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট ও অন্যান্য জনপ্রিয় ইকমার্স প্লাটফর্ম গুলিতে। 

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।