দাম বাড়বে Nothing Ear 1-এর, কেনার এর থেকে ভালো সুযোগ আর পাবেন না

Nothing Ear 1 ShresthoTech

নাথিং তাদেরই Ear 1 লঞ্চ করার পরই সারা বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছিল। সকলেই চমকিত হয়েছিক তদের এই ট্রান্সপারেন্ট ডিজাইনের জন্য। এবার নাথিং লাভারদের জন্য খারাপ খবর। এই Nothing Ear 1-এর দাম বাড়তে চলেছে এমনটাই জানিয়েছে নাথিং। 

কত দাম হতে চলেছে এবং কবে থেকে বাড়বে এই দাম?

নাথিং জানিয়ে দিয়েছে নভেম্বর মাসের 10 তারিখ থেকে ভারতে Ear 1-এর দাম বেড়ে যাবে 1,000 টাকা। এই Ear 1-কে লঞ্চ করা হয়েছিল 5,999 টাকা দিয়ে। সেটার দাম হয়ে যাবে 6,999 টাকা। কোম্পানি জানাচ্ছে এই দাম বৃদ্ধি করতে তারা বাধ্য হচ্ছে কারণ এর মধ্যে ব্যবহৃত বিভিন্ন কম্পোনেন্ট এর দাম বেড়ে যাচ্ছে।

তার সাথেই বেড়ে যাচ্ছে এর প্রোডাকশন প্রসেস এর দামও। তবুও নাথিং এটাও জানাতে ভোলেনি যে গ্লোবাল মার্কেটের তুলনায় ভারতে তুলনামূলক ভাবে এর দাম কমই থাকছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ফ্লিপকার্টে এখন দিওয়ালি সেল চলছে। আর সেই উপলক্ষে নাথিং ইয়ার ওয়ান এখন আপনি মাত্র 5,499 টাকায় পেয়ে যাবেন। অর্থাৎ লঞ্চ দাম 5,999 টাকার তুলনায় 500 টাকা কমে পেয়ে যাবেন। ফ্লিপকার্টের দিওয়ালি সেল চলবে অক্টোবরের 23 তারিখ পর্যন্ত। তাই আপনি যদি এই প্রোডাক্ট নেওয়ার কথা ভাবছিলেন, এর থেকে ভালো সময় পাওয়া মুশকিল। এক ঝলকে দেখে নেওয়া যাক Nothing Ear 1-এর স্পেসিফিকেশন্স 

Nothing Ear 1-এর স্পেসিফিকেশন্স 

এর মধ্যে রয়েছে 11.6mm এর ডায়নামিক ড্রাইভারস, ব্লুটুথ 5.2-এর সাপোর্টও। পাওয়া যাবে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন এর সুবিধা। থাকছে ট্রান্সপারেন্সি মোডও। রয়েছে টাচ কন্ট্রোল এর সুবিধাও। যার সাহায্যে আপনি খুব সহজেই নয়েজ ক্যান্সলেশন, ট্রান্সপারেন্সি মোড, ভলিউম, প্লেব্যাক সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন।

জেনেনিন : আজই রয়েছে Apple Unleashed Event, এই সমস্ত প্রোডাক্টস লঞ্চ হতে পারে, জেনেনিন কিভাবে দেখবেন

রয়েছে ইউএসবি টাইপ সি (USB Type C) এবং Qi Wireless Charging এর সুবিধাও। ইয়ার পিস গুলিকে স্বচ্ছ ব্যাটারি কেসে লাগিয়ে দিয়ে চার্জ দেওয়াও যাবে। প্রত্যেক ইয়ারপিস ফুল চার্জে 5 থেকে 7 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম এবং চার্জিং কেস সমেত 34 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। 

এমনকি USB Type-C ব্যবহার করে ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। যেটা 10 মিনিটের চার্জে 8 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে এমনই ক্লেইম করছে   নাথিং। শুধুমাত্র এইটাই নয়, নাথিং খুব শীঘ্রই তাদের প্রথম স্মার্টফোন আনতে চলেছে। তার মধ্যেও এই ধরনের স্বচ্ছ ইউনিক ডিজাইন থাকবে কিনা তা নিয়ে আগ্রহী হয়ে রয়েছে গোটা বিশ্ব।তার মাঝে আবার এর খবর নিয়ে এল তারা। 

এই দাম বৃদ্ধির বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।