ডুয়াল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হয়ে গেল Vivo V23 5G এবং Vivo V23 Pro 5G স্মার্টফোন, দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট বিস্তারিত ভাবে

সম্প্রতি Vivo ব্র্যান্ড ভারতের বাজারে লঞ্চ করে দিল দুটি নতুন স্মার্টফোন। যার একটি Vivo V23 5G এবং অন্যটি হল Vivo V23 Pro 5G মডেল। চলুন দেরী না করে এক নজরে স্মার্টফোনগুলোর স্পেসিফিকেশন্স, দাম, কালার ভেরিয়েন্ট ও সেল ডেট সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

Vivo V23 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন্স কেমন?

Vivo V23 5G স্মার্টফোনের মধ্যে থাকছে 1080 x 2400 Pixels রেজুলিউশন বিশিষ্ট 6.44-Inch Full HD+ AMOLED Display। একই সাথে রয়েছে MediaTek Dimensity 920 SoC। স্মার্টফোনটি Android 12 উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এছাড়াও পাওয়া যাবে 64MP Primary Sensor, 8MP Wide-Angle Lens এবং 2MP Macro Sensor সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। 

এখানেই শেষ নয়। রয়েছে 50MP Primary Sensor এবং 8MP Wide-Angle Sensor যুক্ত সেলফি তোলার সুযোগ। তারই সাথে ইনক্লুড থাকছে 4,200mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জার। স্মার্টফোনের পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 157.2×72.42×7.39mm এবং 179 গ্রাম। 

আরও রয়েছে 5G, 4G LTE, GPS, Dual-Band Wi-Fi, USB Type-C, GLONASS, USB OTG, Ambient Light, Bluetooth v5.2, Beidou, Accelerometer, Galileo, QZSS, Gyroscope, Proximity Sensor, E-Compass, NavIC এবং In-Display Fingerprint Sensor মতো অসাধারণ সুবিধা।

Vivo V23 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন্স কেমন?

এই স্মার্টফোনটিতে পাওয়া যাবে 1080×2376 Pixels রেজুলিউশন যুক্ত 6.56-Inch FHD+ AMOLED Display। জানা গেছে স্মার্টফোনটি MediaTek Dimensity 1200 SoC দ্বারা পরিচালিত হবে। ক্যামেরা হিসাবে পাওয়া যাবে 108MP Rear Camera, 8MP Wide-Angle Lens এবং 2MP Macro Sensor বিশিষ্ট ট্রিপল ক্যামেরা।

Vivo V23 Pro 5G মডেলটিতে ইনক্লুড থাকছে 4,300mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং ফেসিলিটি। ডিভাইসটির পরিমাপ এবং ওজন যথাক্রমে 159.46×73.27×7.36mm এবং 171 গ্রাম। বাকি সমস্ত ফিচারস আগের স্মার্টফোনটির মতোই।

জেনেনিন : 3,999 টাকার Noise ColorFit Caliber Smartwatch পেয়ে যান মাত্র 1,999 টাকায়, সেল শুরু হচ্ছে আজ থেকেই, মিস করবেন না

দাম কত রাখা হয়েছে?

Vivo V23 5G স্মার্টফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে 29,990 টাকা। একই সাথে 12GB RAM + 256GB ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 34,990 টাকা। অন্যদিকে Vivo V23 Pro 5G স্মার্টফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 38,990 টাকা। তারই সাথে 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে দিতে হবে 43,990 টাকা। 

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

সূত্র মারফত জানা গেছে উভয় স্মার্টফোনই দুটি কালার অপশনে পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে Sunshine Gold এবং Stardust Black কালার ভেরিয়েন্ট।

সেল Date কবে?

উভয় স্মার্টফোনের Pre-Order ইতিমধ্যে শুরু হয়ে গেছে। Vivo V23 5G স্মার্টফোনের প্রথম সেল শুরু হচ্ছে আগামী জানুয়ারির 19 তারিখ থেকে। অন্যদিকে Vivo V23 Pro 5G মডেলটি 13 ই জানুয়ারি থেকে পাওয়া যাবে।

কিভাবে কিনবেন?

স্মার্টফোন গুলো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট সহ ফ্লিপকার্ট এবং বিভিন্ন অফলাইন স্টোর থেকে কিনতে পারা যাবে। কোন স্মার্টফোনটি আপনার সবথেকে বেশি আকর্ষণীয় লেগেছে? অবশ্যই জানাতে ভুলবেন না।

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!