সস্তায় স্মার্টওয়াচ : রয়েছে দারুন স্পেসিফিকেশন্স, লঞ্চ হয়ে গেল Fire-Bolt Ninja 2 Smartwatch, এখুনি জেনেনিন খুঁটিনাটি

অপেক্ষা ছিল বহুদিনের। এমনকি দুই সপ্তাহ আগেই অ্যামাজনে লিস্ট হয়ে গিয়েছিল এই স্মার্টওয়াচ। আর অবশেষে ফায়ার বোল্টের নিনজা সিরিজের আরও এক স্মার্টওয়াচ লঞ্চ হয়ে গেল আজকেই। এর নাম Fire-Bolt Ninja 2 Smartwatch। দুর্দান্ত স্পেসিফিকেশনস রয়েছে এই স্মার্টওয়াচটিতে এবং দাম রিজনেবল। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টওয়াচ সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Fire-Bolt Ninja 2 Smartwatch স্পেসিফিকেশন্স 

Fire-Bolt Ninja 2 Smartwatch এই স্মার্টওয়াচের মধ্যে পাওয়া যাবে 1.3 ইঞ্চি কালার টাচ স্ক্রিন এনেবেলড ডিসপ্লে। আর এটি একটি এলসিডি প্যানেল।সাইডের দিকে একটি বাটন পাওয়া যাবে। যার সাহায্যে আপনি খুব সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারবেন এই স্মার্টওয়াচের মেনু। ডিসপ্লের মধ্যে রয়েছে 240×240 রেজুলিউশনের পিক্সেল। 

প্রয়োজন হলে এর স্ট্র্যাপ কেউ পরিবর্তন করতে পারবেন খুব সহজে। ওয়াচ ফেসের সুবিধা তো থাকবেই। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের ওয়াচফেইস ব্যবহার করতে পারবেন এই স্মার্ট ওয়াচ টিতে। আর আপনি যদি ফিটনেস ফ্রেক হন তার জন্য রয়েছে 30 টি স্পোর্টস মোডস। যার মধ্যে যেমন রয়েছে ওয়াকিং। তেমনই রয়েছে স্কিপিং, হাইকিং, সাইক্লিং, ব্যাডমিন্টন এর মত মোডস গুলোও। এটি IP68 ডাস্ট এবং ওয়াটার রেসিস্টেন্ট। ফলে অল্পবিস্তর জলে ভিজে গেলে বা ধুলো লাগলেও এটা নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না।  

জেনেনিন : 3,999 টাকার Noise ColorFit Caliber Smartwatch পেয়ে যান মাত্র 1,999 টাকায়, সেল শুরু হচ্ছে আজ থেকেই, মিস করবেন না

এর মধ্যেই আপনি SPO2 ব্লাড অক্সিজেন মনিটরিং এর সুবিধাও পেয়ে যাবেন। করতে পারবেন আপনার হার্ট রেট ট্রাকিং অথবা স্লিপ ট্র্যাকিং এর মত গুরুত্বপূর্ণ ট্রাকিং এর সুবিধাও। আর Fire-Bolt Ninja 2 Smartwatch এর মধ্যে একবার চার্জ দিয়ে আপনি সাত দিন ব্যবহার করতে পারবেন। এমনটাই ক্লেইম করছে কোম্পানি।  

এছাড়াও স্মার্টওয়াচটি সাহায্যে আপনি মিউজিক, ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। ওয়াটার ড্রিংকিং রিমাইন্ডার পেয়ে যাবেন, মেনস্ট্রুয়াল রিমাইন্ডার পাবেন, ওয়েদার সম্পর্কে আপডেট পাবেন। এমনকি এপ নোটিফিকেশন পেয়ে যাবেন। পাবেন এলার্ম এবং স্টপ ওয়াচ এর সুবিধা। এবার দেখে নেওয়া যাক এই স্মার্ট ওয়াচ এর দাম।

Fire-Bolt Ninja 2 Smartwatch এর দাম ও সেল ডেট

Fire-Bolt Ninja 2 Smartwatch-এর দাম মাত্র 1,699 টাকা। আগামীকাল, অর্থাৎ জানুয়ারির 7 তারিখ থেকেই এই স্মার্টওয়াচের প্রথম সেল শুরু হবে। ব্ল্যাক, ব্লু এবং গোল্ড এই তিনটে কালার ভেরিয়েন্ট পাবেন এই স্মার্টওয়াচের। তাই যারা অল্প টাকায় ভাল স্মার্টওয়াচ খুঁজছেন তাদের জন্য এই স্মার্টওয়াচটি খুব ভালো এক অপশন হতে চলেছে।  

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!