দারুন চমকের সাথে লঞ্চ হয়ে গেল Xiaomi 11i এবং 11i HyperCharge স্মার্টফোন, জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে Xiaomi ভারতের বাজারে লঞ্চ করে দিল Xiaomi 11i সিরিজ। এই সিরিজের লাইন আপে রয়েছে Xiaomi 11i এবং 11i HyperCharge নামে দুটি অসাধারণ স্মার্টফোন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু।

Xiaomi 11i HyperCharge এর স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে থাকছে 6.67-Inch AMOLED Panel। একইসাথে পাওয়া যাবে  2400 X 1080 Pixels রেজুলিউশন, 120Hz Refresh Rate, 360Hz Touch Sampling Rate, SGS Eye Care এবং 1200 Nits Peak Brightness এর সুবিধা। স্মার্টফোনটি ARM Mali-G68 MC4 GPU বিশিষ্ট MediaTek Dimensity 920 Chipset দ্বারা পরিচালিত হবে।

স্মার্টফোনটিতে Android 11-MIUI 12.5 আপডেট দেখতে পাওয়া যাবে। স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 8GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ। এছাড়াও 3GB Virtual RAM এবং microSD Card ব্যবহারের সুবিধা তো থাকছেই। আরও রয়েছে IP53 Dust & Water প্রটেকশন। এরই পাশাপাশি পাওয়া যাবে 108MP Samsung HM2 Primary Sensor, 8MP Ultra-Wide Lens এবং 2MP Depth Sensor। আরও রয়েছে 16MP সেলফি ক্যামেরা। তারই সাথে থাকছে 4K ভিডিও রেকর্ডিং ব্যবস্থা। একই সঙ্গে পাবেন 4,500mAh Dual-Cell Lithium Polymer ব্যাটারি।

স্মার্টফোনের প্রধান আকর্ষণ হল এর মধ্যে রয়েছে 120W ফাস্ট চার্জার। যা মাত্র 15 মিনিটে 100% চার্জ অফার করে। সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটির পরিমাপ এবং ওজন 163.65×76.19×8.34mm এবং 204 গ্রাম। এছাড়াও পাওয়া যাবে 5G, 4G LTE, Bluetooth v5.2, Wi-Fi 6, GPS/ A-GPS, 3.5mm Headphone Jack, USB Type-C পোর্ট, Magnetometer, Accelerometer, Proximity Sensor, Ambient Light Sensor এবং Gyroscope সিস্টেম।

জেনেনিন : ডুয়াল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হয়ে গেল Vivo V23 5G এবং Vivo V23 Pro 5G স্মার্টফোন, দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট বিস্তারিত ভাবে

Xiaomi 11i এর স্পেসিফিকেশন্স

Xiaomi 11i 5G স্মার্টফোনটির সমস্ত ফিচারস আগের স্মার্টফোনের মতো থাকলেও বেশ কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে। যেমন থাকছে Single-Cell 5,160mAh ব্যাটারি এবং 67W চার্জিং সাপোর্ট ব্যবস্থা। একই সাথে স্মার্টফোনটির ওজন 207 গ্রাম রাখা হয়েছে।

Xiaomi 11i এবং 11i HyperCharge এর দাম কত?

Xiaomi 11i HyperCharge 5G স্মার্টফোনের 6GB RAM + 128GB মডেলের দাম 26,999 টাকা। একই সঙ্গে 8GB + 128GB ভেরিয়েন্টের জন্য খরচ করতে হবে 28,999 টাকা। অন্যদিকে Xiaomi 11i 5G স্মার্টফোনটির 6GB + 128GB স্টোরেজের দাম নির্ধারণ করা হয়েছে 24,999 টাকা। এরই পাশাপাশি 8GB + 128GB মডেলটির মূল্য ইন্ডিয়ান রুপিতে 26,999 টাকা।

ডিসকাউন্ট অফার কেমন রয়েছে?

চমকের শেষ নেই। স্মার্টফোনগুলোর যে কোনো ভেরিয়েন্ট কেনার ক্ষেত্রে সংস্থার তরফ থেকে রাখা হয়েছে ডিসকাউন্ট। আপনি যদি SBI Card ব্যবহারের মাধ্যমে স্মার্টফোনগুলো কিনেনেন তবে সেক্ষেত্রে 1500 থেকে 2500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে। তাছাড়াও Exchange Discount সুবিধাও উপলব্ধ রয়েছে।

সেল Date কবে?

উভয় স্মার্টফোন আগামী 12 ই জানুয়ারি ঠিক দুপুর 12PM সময় থেকে বিক্রি শুরু হবে। এটি Flipkart, Mi.com, Mi Home এবং বিভিন্ন অফলাইন স্টোর থেকে কিনতে পারা যাবে। কেমন লাগলো আপনার এই স্মার্টফোন? অবশ্যই জানাতে ভুলবেন না।

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!