দীর্ঘ প্রতীক্ষার পর লঞ্চ হয়ে গেল Vivo V21e 5G স্মার্টফোনটি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক স্মার্টফোনটির সম্বন্ধে বিস্তারিত ভাবে।
Vivo V21e 5G এর Specification সম্বন্ধে জানা যাক
প্রথমে আসা যাক ডিসপ্লের ব্যাপারে। স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.4-inch FHD+ AMOLED Display। এবার জানাবো, এর Processor সম্বন্ধে। এটিতে আপনি পেয়ে যাবেন MediaTek Dimensity 700 5G SoC।
স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে বলতে গেলে, স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 64MP Primary Sensor এবং 8MP Wide-Angle লেন্স। এছাড়াও থাকছে 32MP Selfi Camera।
অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ ব্যাটারি। এটিতে আপনি পেয়ে যাবেন 4,000mAh ব্যাটারি। একই সাথে পাবেন 44W Fast Charging এর সুবিধা। যার মাধ্যমে আপনি 72 % চার্জ করে নিতে পারবেন মাত্র 30 মিনিটে।
জানেন কি : শীঘ্রই লঞ্চ হতে চলেছে POCO X3 GT, পাওয়া গেল এমনই ইঙ্গিত
এছাড়াও সুবিধা পাওয়া যাবে 802.11 b/g/n/ac/ Wi-Fi, Bluetooth 5.0, USB Type-C port, এবং 3.5mm Audio Jack এর। 8GB RAM এবং 128GB Storage রয়েছে এই স্মার্টফোনটি মধ্যে। Android 11-based Funtouch OS 11.1 স্মার্টফোনটি পরিচালিত। এর পরিমাপ 7.67mm এবং ওজন গ্রাম।
দাম কত রাখা হয়েছে?
স্মার্টফোনটি আপনি India তে Sunset Jazz এবং Dark Pearl colour ভেরিয়েন্ট পেয়ে যাবেন। ভারতীয় মুদ্রায় স্মার্টফোনের দাম রাখা হয়েছে 24,990 টাকা।
লঞ্চ অফার কি রয়েছে?
Vivo V21e 5G স্মার্টফোনটির সেল ইতিমধ্যেই Amazon India তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। E-commerce Website টি গ্রাহকদের উদ্দেশ্যে 2,000 টাকা Instant Discount এর সুবিধাও রেখেছে। তবে সেটি শুধুমাত্র HDFC Bank Credit Card ট্রানজ্যাকশনের ক্ষেত্রে প্রযোজ্য।
শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।