ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব এর মতো জনপ্রিয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকে আমরা এখন সকলেই ব্যবহার করি। অথচ এই সমস্ত বিখ্যাত সোশ্যাল মিডিয়া গুলোতে একটা সমস্যায় সবাই ব্যতিব্যস্ত হয়ে গেছে। তা হচ্ছে ফেক অ্যাকাউন্ট।
কোন বিখ্যাত ব্যক্তির নাম ছবি এমনকি সমস্ত গুরুত্বপূর্ণ ডিটেলস ব্যবহার করে ফেইক একাউন্ট এর ছড়াছড়ি এখন সোশ্যাল মিডিয়ায় গুলোতে। আর এই সমস্যা দূর করবে এবার অভিনব পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। ভারত সরকারের তরফ থেকে বিশ্ব বিখ্যাত এই সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো কে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ পাওয়ার 24 ঘন্টার মধ্যে এই রকম ফেক একাউন্ট গুলোকে রিমুভ করে দিতে হবে তাদের।
এই বিষয়ে TNN এর সম্প্রচার উল্লেখ করে বলা যায় ভারত সরকার এই বিষয়ে বিখ্যাত সোশ্যাল মিডিয়া গুলোকে নির্দেশ দিয়েছে যে নোটিফাই করার 24 ঘন্টার মধ্যে এই সমস্ত বিখ্যাত সেলিব্রিটি হোক বা বিজনেসম্যান হোক অথবা সাধারণ ব্যক্তির ফেক একাউন্ট কে রিমুভ করে দিতে হবে। ভারত সরকার তাদের নতুন আইটি রুল নিয়ে আসছে। এই বিষয়ে যাবতীয় আঁটঘাঁট বেঁধেই তারা অগ্রসর হচ্ছে এবার।
জানেন কি : এসে গেল Mi TV Webcam, কি চমক রয়েছে? জেনে নিন এর দাম, স্পেসিফিকেশন্স ও সেল ডেট
সেই নিয়মের মধ্যেই তারা এই নির্দেশ রেখেছে বলে মনে করা হচ্ছে। ভারত সরকারের নতুন আইটি রুল এই সমস্ত ফেক অ্যাকাউন্ট থেকেও দেশের জনগণকে রক্ষা করতে চাইছে। ফেক অ্যাকাউন্ট থেকে সমস্যার শেষ থাকে না। ফেক অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজেই গুজব ছড়িয়ে নির্দিষ্ট টার্গেট অ্যাচিভ করে অসাধু লোকজন। আর সেখানেই হয় তখন সমস্যার সূত্রপাত। গুজবের ফলের দাঙ্গা বেঁধে যাওয়ার মত খারাপ ঘটনাও দেখেছি আমরা।
সেই পরিস্থিতি পরিবর্তন করার জন্যই ভারত সরকারের এই উদ্যোগে বিখ্যাত সোশ্যাল মিডিয়া গুলোকে বলা হয়েছে তাদের তরফ থেকে ভারতের একজন গ্রিভেন্স অফিসারকে রাখতে হবে। নিয়োগ করতে হবে একজন নোডাল অফিসার এবং কমপ্লায়েন্স অফিসার কেও।
যারা এই বিষয়ে কমপ্লেইন পাওয়ার পর তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন। ভারতের এই আইটি রুল হতে চলেছে ঐতিহাসিক এবং সম্পূর্ণভাবে কার্যকারী হলে আইটি রুল ইন্টারনেটকে আরও সিকিওর করে তুলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।