এসে গেল Mi TV Webcam, কি চমক রয়েছে? জেনে নিন এর দাম, স্পেসিফিকেশন্স ও সেল ডেট

Xiaomi-র তরফ থেকে অসাধারণ সমস্ত প্রোডাক্ট আমরা হাতের মুঠোয় ইতিমধ্যেই পেয়েছি। এবার Xiaomi লঞ্চ করে দিলো আরো এক অসাধারন প্রোডাক্ট। ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Mi TV Webcam। আজই সংস্থার তরফ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে এই কথা জানানো হয়। দেখে নেওয়া যাক কি কি জানা গেছে।

Mi TV Specifications

Xiaomi’s Mi TV Webcam টি  Android TV 8 এবং তার ঊর্ধের টিভির সাথে কম্পিটাবেল। আপনি Google Duo মাধ্যমে Video Calls আনন্দ এটির মাধ্যমে উপভোগ করতে পারবেন। একই সঙ্গে রয়েছে 2-Megapixel Sensor। 

এছাড়াও 1080p Video Recording এর সুবিধাও আপনি পেয়ে যাবেন এটিতে। আরও রয়েছে Dual Stereo Microphones। যেটি খুব সুন্দর Voice পরিবেশনে আপনাকে সহায়তা করবে। 

জানেন কি : লঞ্চ হল Realme Narzo 30 4G ও Narzo 30 5G ভেরিয়েন্ট, জেনেনিন এর স্পেসিফিকেশন্স, দাম, সেল ডেট

এছাড়াও আপনি পেয়ে যাবেন USB Type-C Port Connectivity সুবিধা। একই সাথে Desktops Windows 7 এর সাথে এটি পরিপূরক ভাবে চলতে প্রস্তুত। Mi TV Webcam টির পরিমাপ 80x35x67mm এবং এর ওজন 45.6 grams। 

দাম কত রাখা হয়েছে?

Xiaomi সংস্থার তরফ থেকে ভারতের বাজারে এই Mi TV Webcam মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 1,999 টাকা। 

সেল কবে শুরু হবে?

এই প্রোডাক্টটি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলেও এর Sale শুরু হবে June 28 তারিখ থেকে এবং গ্রাহকদের উদ্দেশ্য Mi.com অফিশিয়াল ওয়েবসাইটে এটি উপলব্ধ করে দেওয়া হবে। আপনি যদি এই প্রোডাক্টটি কেনার কথা ভেবে থাকেন তাহলে আপনাকে করতে হবে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা। তারপরই আপনি এই প্রডাক্টি ব্যবহার করার সুযোগ পাবেন।

শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।