নতুন রূপে লঞ্চ হল Vi 449 টাকার Prepaid Plan, Zee5 Premium সাবস্ক্রিপশন সাথেই পাবেন দ্বিগুন Data! এক নজরে জেনেনিন প্ল্যানটির সমস্ত কিছু

Vi ShresthoTech Vodafone Idea

টেলিকম সংস্থা Vi (ভোডাফোন-আইডিয়া) তাদের প্রিপেইড প্ল্যানস গুলি প্রতিনিয়ত নিত্যনতুন রূপে গ্রাহকদের সামনে হাজির করে তুলেছে। সম্প্রতি Vi 449 Prepaid Plan-এ যুক্ত করা হল অতিরিক্ত বেনিফিট। চলুন জেনে নেওয়া যাক কেমন হতে চলেছে এই প্ল্যান। 

Vi তার জনপ্রিয় প্রিপেইড প্ল্যানগুলির একটিতে Double Data সুবিধা ইতিমধ্যেই চালু করেছে। 449 টাকার প্রিপেইড প্ল্যানে 2GB দৈনিক ডেটা অফারের পরিবর্তে এখন থেকে 4GB দৈনিক ডেটা সুবিধা গ্রাহকরা পেতে চলেছে। অর্থাৎ এখন আপনি অতিরিক্ত ইন্টারনেট ব্রাউজিং এর সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও, Vi প্রিপেইড প্ল্যানটির মধ্যে সম্পূর্ণ এক বছরের জন্য Zee5 প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন, যা একটি নতুন অফার। 

এরই সাথে আপনি পাবেন Night Free Data ব্যবহারের সুবিধা। অর্থাৎ 12am থেকে 6am পর্যন্ত আপনি আনলিমিটেড ইন্টার্নেট ব্রাউজিং করতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রতিদিনের নির্ধারিত 4GB Data থেকে কোনরকম MB কাটা হবে না। এছাড়াও থাকছে Weekend Data Rollover অর্থাৎ আপনার না ব্যবহৃত Data আপনি সপ্তাহের শেষে ব্যবহারের সুযোগ পাবেন। 

জেনেনিন : 11th Gen Intel Core CPU সাথেই লঞ্চ হয়ে গেছে HP Envy 14 এবং HP Envy 15 ল্যাপটপ, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন এবং দাম সহ গুরুত্বপূর্ণ সমস্ত কিছু

এখানেই শেষ নয়, আরও থাকছে, যে কোন নেটওয়ার্কে Unlimited Voice Call সুবিধা। একই সাথে আপনি প্রতিদিন 100 টি SMS ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারবেন। এরই পাশাপাশি থাকছে Vi Movies & TV App সাবস্ক্রিপশন, অর্থাৎ আপনি অসাধারণ সমস্ত সিনেমা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোনরকম অতিরিক্ত খরচ করতে হবে না। সংস্থা এই প্ল্যানের বৈধতা রেখেছে 56 দিন। 

এককথায় সংস্থার এই প্ল্যানে আপনি অসাধারণ বেনিফিট পেয়ে যাবেন। আপনার যদি অতিরিক্ত ইন্টারনেট ব্রাউজিংয়ের প্রয়োজন থাকে তবে সে ক্ষেত্রে আপনি এই প্ল্যানটি নিঃস্বন্দেহে উপভোগ করতে পারেন। 

একই সাথে Vi তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সদ্য 267 Prepaid Recharge Plan কথা উল্লেখ করেছে। যেখানে আপনি 25GB Data, Unlimited Voice Call, প্রতিদিন 100 SMS সুবিধা পেয়ে যাবেন। একই সাথে Vi Movies এবং TV App ব্যবহারের সুবিধা রয়েছে। প্লানটির বৈধতা রাখা হয়েছে 30 দিন। 

কেমন লাগলো আপনার এই নতুন প্রিপেইড প্ল্যানস? তা আমাদের জানাতে ভুলবেন না।