বিক্রি হচ্ছে 150 মিলিয়ন ভারতীয়র ভ্যাক্সিনেশন তথ্য? কি বলছে ভারত সরকার?

হঠাৎ করে একটি ওয়েবসাইট জানাতে থাকে ভারতের যারা ভ্যাক্সিন নিয়েছেন এমন ব্যক্তিদের তথ্য বিক্রি আছে তাদের কাছে। এবং তারা জানান 150 মিলিয়ন ভারতীয়র নাম (Name), আধার নাম্বার (Aadhar Number) ইত্যাদি সমস্ত ডিটেইলস তারা বিক্রি করছেন। যার দামও রাখা হয়েছিল $800।

ব্যাপারটি এখানেই শেষ নয়। বলা হয়েছিল তাদের লোকেশনও আছে বিক্রির জন্য তাদের কাছে। এই বিষয়টি জনপ্রিয় ওয়েবসাইট মানিকন্ট্রোল উপস্থাপন করে প্রথমে। আর তারপরই চারিদিকে হৈ চৈ পড়ে যায়। উঠতে থাকে প্রশ্ন। খোঁজ নিয়ে দেখা যায় Dark Leak Market নামে একটি ওয়েবসাইট রয়েছে। তারাই ক্লেইম করছে এই বিপুল পরিমাণ ডেটাবেজ বিক্রির। 

ব্যাপারটা চারিদিকে ছড়িয়ে পড়তে দেরি হয়নি। আর খুব শীঘ্রই এই বিষয়ে নড়েচড়ে বসেন সংশ্লিষ্ট দপ্তর। মিনিস্টার অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডঃ হর্ষ বর্ধন এ বিষয়ে পোস্ট করেন। এবং তিনি জানাতে ভোলেননি যে CoWin প্লাটফর্ম হ্যাক হয়ে যাওয়ার যে তথ্যটা ছড়ানো হচ্ছে। সেটা আদতেই গুজব। এইরকম কোন কিছুই ঘটেনি। সেটাও তিনি কনফার্ম করতে ছাড়েননি। তারই সাথে তিনি জানিয়ে দেন যেহেতু ব্যাপারটা খুবই সিরিয়াস তাই এমার্জেন্সি রেসপন্স টিম এটা নিয়ে ইনভেস্টিগেশন করছে। 

জেনেনিন : কবে লঞ্চ হচ্ছে Battlegrounds Mobile India? উঠে আসছে নতুন তথ্য

তিনি আরেকটি বিষয় তুলে ধরতে ভোলেননি। সেই ওয়েবসাইটে বলা হয়েছে যারা যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের জিওলোকেশন বিক্রি করছে তারা। এটা একদমই সত্যি নয়। কারণ এই ধরনের জিওলোকেশন কালেক্ট করা হয় না বলে দাবি করেছেন তিনি। সব শেষে তিনি বলেছেন CoWin এর সমস্ত তথ্য একটি সিকিউর ডিজিটাল এনভায়রনমেন্টে স্টোর করা হয় এবং এটা কারোর সাথে শেয়ার করা হয় না। 

পরবর্তীকালে দেখা যায় যে ওয়েবসাইট এই ডেটাবেজ সেল করার দাবি করছিল তারা আদতে বিটকয়েন্স স্ক্যাম করছে। তাই এমন কিছু তথ্যই যে লিক হয়নি সে সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যায় এই ঘটনার পর থেকে। দয়া করে এই ধরনের গুজব ছড়াবেন না। সচেতন থাকুন সব সময়।