কবে লঞ্চ হচ্ছে Battlegrounds Mobile India? উঠে আসছে নতুন তথ্য

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার pre-registration ইতিমধ্যে কুড়ি মিলিয়ন ছাড়িয়ে গেছে। এটাও এক ধরনের রেকর্ড। তবুও ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লাভারদের দুঃখের শেষ নেই। কারণ এই গেম অফিশিয়ালি কবে লঞ্চ হবে সে বিষয়ে এখনও কোনো কিছুই ঘোষণা করেনি ক্রাফটন বা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। তবে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন পোস্ট করে এই বিষয় হিন্টস দিয়েই চলেছে।

যেমন আগের একটি সোলার একলিপ্স (Solar Eclipse) এর মত পোস্ট দেখে সকলে মনে করেছিল জুন মাসের 10 তারিখে লঞ্চ করা হবে এই গেম কে। রিসেন্টলি তার একটা পোস্ট করেছিলো তারা যেখানে তারা লিখেছিল ।এবং তার সাথে আমরা দেখতে পেয়েছিলাম একটি প্যানকে (Pan)। যেটা হালকা আনরাপিং অবস্থায় পড়ে রয়েছে। এবং তার সাথে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু জিনিসপত্র।

জেনেনিন : খুব সহজেই Google Maps ব্যবহার করে Real Time Location শেয়ার করুন, জেনেনিন গুগল ম্যাপস লোকেশন শেয়ারিং সম্পর্কে খুঁটিনাটি

আর এবার এই পোস্ট থেকেও হিন্টস বার করে ফেললেন এই গেমের লাভাররা। ছবিটি ভালো করে দেখলে আমরা দেখতে পাচ্ছি সেই প্যানের নিচে বাঁদিকে একটি মেজারমেন্ট টুল পড়ে রয়েছে। সেই মেজারমেন্ট টুলের অবস্থান দেখেই কয়েকজন অত্যুৎসাহী খুঁজে বার করে ফেলেছেন এই গেমটি কে লঞ্চ করা হবে জুন মাসের 18 তারিখে। তবে কোন ভিত্তিতে এটি খোঁজ সম্ভব হয়েছে তা জানা যায়নি।  

আবার এক জনপ্রিয় গেমার একটি পোস্ট করেছেন। সেখানে তিনি একটি প্রশ্ন তুলে ধরেছেন সকলের জন্য। তার উত্তর আসছে 18। তাই সমস্ত কিছু দেখে এটা মনে করা হচ্ছে যে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লঞ্চ হবে জুন মাসের 18 তারিখে। 

তবে তার আগেই লঞ্চের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর ইতিমধ্যেই একের পর এক সমস্যা চলে আসছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার জন্য। সমস্ত বিপত্তি কাটিয়ে এই গেম ভারতে লঞ্চ হবে এখন এটাই একমাত্র আশা এই গেম লাভারদের। দেখা যাক সেই আশা কতটা বাস্তবায়িত হয়।