UEFA EURO 2020-র শুভারম্ভ Google সেলিব্রেট করছে তাদের নতুন ডুডলের মাধ্যমে, জেনেনিন আজকের Google Doodle এর গুরুত্ব

google celebrates the beginning of uefa euro 2020 tournament with a new doodle

প্রায়শই আমরা দেখি গুগল তাদের হোমপেজে লোগো চেঞ্জ করে নিয়ে আসছে নিত্যনতুন Doodle। এইভাবে বিশেষ কোন একটা দিন বা ইভেন্টকে সেলিব্রেট করছে। আজকের দিনে গুগল নতুন এক ডুডল নিয়ে চলে এলো।

গুগলের আজকের ডুডল 

আজ থেকে শুরু হচ্ছে UEFA EURO 2020 ফুটবল লিগ। ফুটবল টুর্নামেন্ট সারা পৃথিবী জুড়ে ফুটবল ভক্তরা এই দিনটার অপেক্ষায় থাকেন। অপেক্ষায় থাকেন কবে শুরু হবে এই টুর্নামেন্ট। ইউরোপের বিভিন্ন দেশ এই টুর্নামেন্টে পার্টিশপেট করে। আজই হচ্ছে এই বিশ্ব বিখ্যাত ফুটবল টুর্নামেন্টের শুভ আরম্ভ। আর এই শুভারম্ভ ওকে গুগল সেলিব্রেট করছে তাদের নতুন ডুডলের মাধ্যমে। গুগল হোম পেজে গেলেই এই নতুন ডুডল দেখতে পারবেন। 

করোনা ভাইরাসের প্রকোপ এর জন্য এক বছর পিছিয়ে দিতে হয়েছে এই টুর্নামেন্ট কে। আদতে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল 2020 এর জুনের 12 তারিখ থেকে জুলাই 12 তারিখ। পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যাওয়ায় এক বছর পরে এই ডেট ঠিক করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, 1960 থেকে এই EURO টুর্নামেন্ট চলে আসছে। সারা পৃথিবী জুড়ে ফুটবল প্রেমিকদের এন্টারটেইন করে যাচ্ছে এই টুর্নামেন্ট। আজ এর শুরু হচ্ছে ইতালি এবং তুর্কির মধ্যে ম্যাচ দিয়ে। সেই ম্যাচ হবে রোমের সব থেকে বড় স্পোর্টস ফেসিলিটি Stedio Olimpico তে। 

জেনেনিন : ফিটনেস ব্যান্ড নিতে চাইছেন? দেখেনিন অল্প দামে বেস্ট ফিটনেস ব্যান্ডের হদিস

বর্তমান পরিস্থিতির জন্য সমস্ত স্টেডিয়াম গুলো থাকবেনা দর্শকে পরিপূর্ণ। আংশিকভাবে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এই টুর্নামেন্টে উপভোগ করার জন্য। তবে ডেনমার্কের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তারা 25,000 ফুটবল ভক্তদের এই গেম উপভোগ করতে অনুমতি দেবে। আর তাদের কোন রকম মাস্ক পরেও থাকতে হবে না। এর আগে তারা ঘোষণা করেছিল এই সংখ্যাটা হতে চলেছে 16,000 কিন্তু পরে সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। 

আপনিও কি এই UEFA EURO টুর্নামেন্টের দেখেন? কখন টিমকে সাপোর্ট করেন আপনি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।