Twitter-এর CEO পদ থেকে ইস্তফা দিলেন Jack Dorsey, দায়িত্ব গ্রহণ করলেন Parag Agrawal

অবশেষে শেষ হল 16 বছরের দীর্ঘ যাত্রার। টুইটারের CEO পদ থেকে ইস্তফা দিলেন Jack Dorsey। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি তার টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মাত্র কিছুক্ষণ আগেই। যেখানে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তার এই সিদ্ধান্তের ব্যাপারে। আর তারই শূন্যস্থান পূরণের জন্য তিনি বেছে নিয়েছেন টুইটারেরই CTO পদে থাকা Parag Agrawal কে।  

টুইটারের সিইও পদ থেকে ইস্তফা দিলেন Jack Dorsey

2006 সালের মার্চ মাস থেকে শুরু হয়েছিল যাত্রা। আর তখন থেকেই প্রতি পদক্ষেপে টুইটারের গুরু দায়িত্ব সামলেছেন জ্যাক ডরসি। এই আমেরিকান ধনকুবের যেমন টুইটারের জন্য বিখ্যাত, তেমনই বিখ্যাত তার আজব সমস্ত রীতিনীতি ও অভ্যাসের জন্য।  তিনিই এবার টুইটারের CEO পদ থেকে ইস্তফা দিলেন। 

এর কারণ হিসাবে তিনি জানিয়েছেন ফাউন্ডারদের গন্ডি পেরিয়ে টুইটার এবার এগিয়ে যাবে, এমনটাই তার বিশ্বাস। আর সেজন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার সাথে নতুন CEO পদে আসা ইন্ডিয়ান অরিজিন Parag Agrawal-কেও তিনি একগুচ্ছ শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। জানাতে ভোলেননি Parag Agrawal -এর দক্ষতার কথাও। জানিয়েছেন গত 10 বছর ধরে কোম্পানির প্রতি তার যে ভালোবাসা এবং আবেগ, তা অতুলনীয়।

তার মত সিইও পেয়ে তিনি রীতিমতো কৃতজ্ঞ এবং আর তাকে পাওয়া রীতিমতো গর্বের বিষয়, এমনটাও তিনি জানাতে ভোলেননি। অপরদিকে CEO-র দ্বায়িত ভার নিয়ে টুইটারের বোর্ড মেম্বারদের ধন্যবাদ জানিয়েছেন Parag Agrawal। ধন্যবাদ জানিয়েছেন তার পাশে সব সময় থাকার জন্য। দেখেনিন তার করা টুইট-

জেনেনিন : Liverpool FC Kit পাওয়া যাবে BGMI গেমে, করতে হবে এই সহজ কাজ গুলি, মিস করবেন না

প্রসঙ্গত উল্লেখ্য, 2011 সালে Parag Agrawal টুইটার জয়েন করেছিলেন। তারপর থেকেই কোম্পানির উত্থান-পতনে সঙ্গী ছিলেন তিনি। অগ্রণী ভূমিকা নিয়েছেন কোম্পানির উন্নতিতে। 2017 সালে তিনি টুইটারের চিফ টেকনোলজি অফিসার হিসাবে যোগদান করেন। জানা যাচ্ছে তিনিই হয়েছিলেন টুইটারের প্রথম “ডিস্টিঙ্গুইশড ইঞ্জিনিয়ার”। রেভিনিউ এবং কনজ্যুমার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্যই এই ভাবে সম্মান দেওয়া হয়েছিল তাকে। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।