বাস, রেল বা মেট্রোর ভাড়া মেটানো হোক অথবা শপিং ও এটিএম থেকে টাকা তোলা, সমস্ত কাজ মিটবে এক কার্ডেই, Paytm লঞ্চ করল Transit Card

পেটিএম পেমেন্ট ব্যাংক (Paytm Payment Bank)-এর পক্ষ থেকে লঞ্চ করে দেওয়া হল তাদের পেটিএম ট্রানজিট কার্ড (Transit Card)। যার সাহায্যে প্রতিদিনের কেনাকাটা থেকে শুরু করে এটিএম থেকে টাকা তোলা, বাসের ভাড়া মেটানো অথবা মেট্রো টিকিট কেটে নেওয়া। রেস্টুরেন্ট এর বিল মেটানোর থেকে শুরু করে গাড়িতে ফুয়েল ভরা। সমস্ত কাজকর্ম মিটেছে খুব সহজেই। একটা কার্ডেই মিটবে সমস্ত কাজ। পেটিএম (Paytm) লঞ্চ করে দিল ট্রানজিট কার্ড। এখনই জেনে নিন বিস্তারিত। 

সমস্ত কাজ মিটবে এক কার্ডেই, Paytm লঞ্চ করল Transit Card

“এক দেশ, এক কার্ড” এমন বিশ্বাস থেকেই এই কার্ডের উৎপত্তি। আর এই বিশ্বাসকে সামনে রেখেই পেটিএম লঞ্চ করে দিলেও তাদের পেটিএম ট্রানজিট কার্ড (Paytm Transit Card)। এক কার্ডেই রয়েছে ম্যাজিক। সমস্ত কাজকর্ম করে নেওয়া যাবে এই কার্ডের সাহায্যেই।

পেটিএম এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে পেটিএম ট্রানজিট কার্ড বর্তমানে হায়দ্রাবাদ মেট্রোর সাথে পার্টনারশিপে লঞ্চ করা হচ্ছে। প্রাথমিকভাবে হায়দ্রাবাদ মেট্রোতে এই কার্ড কার্যকরী হবে। এবং পরবর্তী ক্ষেত্রে দেশের ইউজারদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে এই কার্ডকে।

জেনেনিন : Liverpool FC Kit পাওয়া যাবে BGMI গেমে, করতে হবে এই সহজ কাজ গুলি, মিস করবেন না

জানা যাচ্ছে এই কার্ড পাওয়ার জন্য আলাদা করে কোন জায়গা ভিজিট করতে হবেনা। সম্পূর্ণ ডিজিটালি এই কার্ড কে এপ্লাই করে দেওয়া যাবে। পরবর্তীকালে একদম বাড়িতে ডেলিভার করে দেওয়া হবে এই কার্ড। পেটিএম এর ওয়ালেট ব্যবহার করে পেটিএম অ্যাপ্লিকেশন থেকেই এই কার্ড ম্যানেজ করা যাবে।

পেটিএম ওয়ালেট এর সাথেই লিংক থাকবে এই প্রিপেইড কার্ডটি। পরবর্তী ক্ষেত্রে সেই ওয়ালেট ব্যালেন্স ব্যবহার করেই সমস্ত কাজকর্ম করতে পারবেন সাধারণ ইউজাররা। সেই ব্যালেন্স শেষ হয়ে গেলে আবার রিচার্জ করে রাখতে হবে পেটিএম ওয়ালেট। তাহলেই আবার ব্যবহার করা যায় শুরু হয়ে যাবে সেই পেটিএমের ট্রানজিট কার্ড।

ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে পেটিএম এর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। জানা যাচ্ছে ডোর স্টেপ ডেলিভারির সাথে সাথে বিভিন্ন জায়গায় সেলস পয়েন্টও থাকবে। যেখানে গিয়ে এই কার্ডকে কিনেও নিতে পারবেন সাধারণ কাস্টমাররা। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।