ভারতে লঞ্চের জন্য নিশ্চিত হয়ে গেল OPPO Reno7 এবং OPPO Reno7 Pro স্মার্টফোন, একনজরে জেনেনিন স্পেসিফিকেশন্স, লঞ্চ ডেট এবং দাম

oppo launched reno 7 series with three smartphones specifications price

আমরা জানি সদ্য OPPO ব্র্যান্ড চীনে Reno7 সিরিজ লঞ্চ করেছে। যেখানে আমরা দেখতে পেয়েছি Reno7 সিরিজের Reno7 5G, Reno7 Pro 5G এবং Reno7 SE 5G তিনটি মডেল। সম্প্রতি এবার এই স্মার্টফোনের দুটি মডেল Oppo Reno7 5G এবং Oppo Reno7 Pro 5G ভারতে লঞ্চ করবে বলে প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ একথা পরিষ্কার যে Reno7 SE 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হচ্ছে না।

কবে লঞ্চ হবে এই স্মার্টফোন গুলি?

91মোবাইলসের তথ্য অনুসারে স্মার্টফোনগুলি আমাদের দেশে পরের বছর জানুয়ারি মাসে লঞ্চ হবে বলে জানা গেছে। একই সঙ্গে স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এবং দাম প্রকাশিত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সমস্তকিছু বিস্তারিত ভাবে।

Oppo Reno 7 স্পেসিফিকেশন্স কেমন? 

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.43-Inch Full HD+ AMOLED Display। একই সাথে রয়েছে 20:9 Aspect Ratio এবং 90Hz Refresh Rate। এছাড়াও স্মার্টফোনটিতে উপস্থিত থাকছে Qualcomm Snapdragon 778G Chipset। স্টোরেজ হিসাবে পাওয়া যাবে 12GB LPDDR4X RAM এবং 256GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ।

এখানেই শেষ নয় স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে 64MP Main Camera, 8MP Wide-Angle Camera এবং 2MP Macro Camera। এছাড়াও থাকছে 32MP সেলফি ক্যামেরা। এরই পাশাপাশি পাবেন 32MP Sony IMX709 অসাধারণ সেলফি ক্যামেরার। স্মার্টফোনটি ColorOS 12 Android 11 দ্বারা পরিচালিত হবে। সবশেষে যুক্ত থাকছে 60W ফাস্ট চার্জিং সহ 4,500mAh ব্যাটারি।

জেনেনিন : Liverpool FC Kit পাওয়া যাবে BGMI গেমে, করতে হবে এই সহজ কাজ গুলি, মিস করবেন না

Oppo Reno 7 Pro স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে থাকছে 90Hz Refresh Rate বিশিষ্ট 6.55 Inch FHD+ AMOLED Panel। একই সাথে স্মার্টফোটিতে রয়েছে MediaTek Dimensity 1200 Max Processor। এছাড়াও স্টোরেজ হিসাবে থাকছে 12GB LPDDR4X RAM এবং 256GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ।

স্মার্টফোনের দেখতে পাওয়া যাবে 50MP Sony IMX766 Primary Sensor, Ultra-Wide Sensor এবং 2MP Macro Sensor। আরও রয়েছে 32MP Sony IMX709 ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনে 65W যুক্ত ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সুবিধা সহ ডুয়েল সেল যুক্ত 4,500mAh ব্যাটারি রয়েছে।

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনের দাম কত হবে তা নিশ্চিতভাবে এখন পর্যন্ত জানা যায়নি। তবে জানা গেছে Oppo Reno 7 5G স্মার্টফোনের দাম হতে পারে 28,000 থেকে 31,000 টাকার মধ্যে। একই সাথে Oppo Reno 7 Pro 5G মডেলের দাম হবে 41,000 থেকে 43,000 টাকার মধ্যে। সঠিক দাম লঞ্চের পরেই জানা সম্ভব হবে।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।