মাত্র 1,399 টাকায় লঞ্চ হয়ে গেল Truke Air Buds Lite এবং Truke BTG 3 TWS, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম বিস্তারিত ভাবে

সম্প্রতি Truke ভারতের বাজারে লঞ্চ করে দিল দুটি True Wireless Earbuds। যার প্রথমটি হল Truke Air Buds Lite এবং দ্বিতীয়টি হল Truke BTG 3 TWS। চলুন এক নজরে স্পেসিফিকেশন্স এবং দাম সম্বন্ধে জেনে নেওয়া যাক।

Truke Air Buds Lite স্পেসিফিকেশন্স কেমন?

গেমিং পারফরম্যান্স সুন্দরভাবে উপভোগের জন্য এর মধ্যে থাকছে 55ms Ultra-Low Latency গেমিং মোড। একই সাথে পাওয়া যাবে 10mm Driver। এছাড়াও উপস্থিত থাকছে ANC এবং AAC Codec সিস্টেম। তারই সাথে ট্যাচ কন্ট্রোল সুবিধা তো রয়েছেই।

এরই পাশাপাশি ইনক্লুড থাকছে Bluetooth 5.1 কানেক্টিভিটি ফিচার্স। একই সাথে পাওয়া যাবে 300mAh ব্যাটারি। যা দীর্ঘ 48 ঘণ্টার ব্যাটারি লাইফ প্রদান করে। তাছাড়াও ডিভাইসটি সিঙ্গেল চার্জে 10 ঘন্টা পর্যন্ত চলতে সক্ষম। আরও রয়েছে IPX4 Water Resistance এবং Type-C পোর্ট।

Truke BTG 3 TWS স্পেসিফিকেশন্স কেমন?

এর মধ্যে রয়েছে 10mm Drivers। একই সঙ্গে Bluetooth 5.1 সুবিধাও পাওয়া যাবে। তারই সাথে থাকছে LED লাইট। এছাড়াও রয়েছে AI Noise Cancellation ফিচার্স। যা ভয়েস কলের সময় আপনাকে সুন্দর অভিজ্ঞতা প্রদান করবে। এটি ENC এবং 24-bit Hi-Res DAC সমর্থন যোগ্য।

জেনেনিন : Flipkart-এ হিউজ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে iPhone 12 Mini, iPhone 12 এবং iPhone 11, মিস করবেন না

এখানেই শেষ নয় থাকছে ট্যাচ কন্ট্রোল থেকে শুরু করে 55ms Gaming Mode, Type-C পোর্ট এবং IPX4 প্রোটেকশন। এটি সম্পূর্ণ চার্জে 48 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে। একই সঙ্গে 10 ঘন্টা মিউজিক প্লেব্যাকের সুবিধা দেয়। তারই সাথে চার্জিং কেসের সাথে অতিরিক্ত 38 ঘন্টা ব্যাটারি পারফরম্যান্স প্রদান করে। চার্জিং কেসের ওজন 42.7 গ্রাম।

দাম কত রাখা হয়েছে?

সংস্থার তরফ থেকে ইন্ডিয়ান মার্কেটে উভয় Truke Air Buds Lite এবং Truke BTG 3 TWS দাম নির্ধারণ করা হয়েছে 1,399 টাকা। এবার কালার ভেরিয়েন্টের দিকে নজর রাখা যাক। 

কালার ভেরিয়েন্ট কেমন থাকছে?

Truke Air Buds Lite দুটি কালারে পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে Blue এবং Black। অন্যদিকে Truke BTG 3 TWS আপনি পেয়ে যাবেন Red এবং Black কালার ভেরিয়েন্টে। প্রোডাক্টগুলি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart মাধ্যমে কিনতে পারা যাবে। 

কেমন লাগলো আপনার এই Air Buds? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!