অবাক ঘড়ি : Wireless Charging Dock সিস্টেম সহ লঞ্চ হয়ে গেল Lenovo Smart Clock 2, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম বিস্তারিত ভাবে

গত বছর সেপ্টেম্বর মাসে গ্লোবালি লঞ্চ হবার বেশ কয়েক মাস পর অবশেষে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Lenovo Smart Clock 2। ইতিমধ্যেই সংস্থা এই Smart Home Device টির স্পেসিফিকেশন্স এবং দাম প্রকাশ করেছে। 

Lenovo Smart Clock 2 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এর মধ্যে রয়েছে 4-Inch Colour Touch Screen Display। একই সাথে উপস্থিত থাকছে MediaTek MT8167S Processor। স্টোরেজ হিসাবে ইনক্লুড রয়েছে 1GB RAM এবং 8GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও পাওয়া যাবে Bluetooth 4.2 কানেক্টিভিটি সুবিধা। এই স্মার্ট ঘড়িটির মধ্যে 3W Front-Firing Speaker & Far-Field Microphone যুক্ত Google Assistant সিস্টেম উপলব্ধ রয়েছে। যেখানে Hey Google বা Ok Google ভয়েস কমান্ড ব্যবহার করে মিউজিক চালানো থেকে শুরু করে বাড়ির বিভিন্ন স্মার্ট ডিভাইস পর্যন্ত কন্ট্রোল করা যাবে। 

জেনেনিন : মাত্র 1,399 টাকায় লঞ্চ হয়ে গেল Truke Air Buds Lite এবং Truke BTG 3 TWS, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম বিস্তারিত ভাবে

আরও থাকছে Reminders এবং বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর পাওয়ার সুবিধাও। এখানেই শেষ নয় থাকছে ভলিউম কন্ট্রোল বাটন এবং Microphone Mute Toggle সুইচ। ডিভাইসটির মধ্যে কোনরকম ক্যামেরার সুবিধা না থাকলেও Google Duo-র মাধ্যমে নির্ভাবনায় ভয়েস কলিং সুবিধা উপভোগ করা যাবে। তারই সঙ্গে রয়েছে Wireless Charging Dock। যা 5W এবং 7.5W পাশাপাশি 10W Max স্পিডে চার্জ হতে সক্ষম। স্মার্টওয়াচটির ওজন রাখা হয়েছে 298 গ্রাম। চলুন এবার দামের দিকে নজর রাখা যাক।

দাম কত রাখা হয়েছে?

সংস্থার তরফ থেকে Lenovo Smart Clock 2-এর দাম নির্ধারণ করা হয়েছে 6,999 টাকা। যদিও আর্টিকেলটি লেখার সময় পর্যন্ত ফ্লিপকার্ট সাইটে প্রোডাক্টটির দাম দেখাচ্ছে 7,999 টাকা। এটি শুধুমাত্র Heather Grey কালার অপশনে পাওয়া যাবে। 

কেমন লাগলো আপনার এই Smart Clock? অবশ্যই জানাতে ভুলবেন না। এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!