BIS ওয়েবসাইটে প্রকাশিত হল Moto Edge X30 স্মার্টফোনের মডেল নাম্বার, এখনই জেনেনিন সমস্ত কিছু

ইতিমধ্যে Moto সংস্থার তরফ থেকে গত মাসে চীনে Moto Edge X30 স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। সম্প্রতি 91মোবাইলস সূত্র মারফত জানা যাচ্ছে স্মার্টফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে পারে। সদ্য BIS ওয়েবসাইটে স্মার্টফোনের মডেল নাম্বার XT2201-01 দেখা মিলেছে। একইসাথে স্মার্টফোনের বেশকিছু স্পেসিফিকেশন্সও জানা গেছে। চলুন সেদিকে নজর রাখা যাক।

Moto Edge X30 স্পেসিফিকেশন্স কেমন হতে পারে?

এই স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 2400×1080 Pixels রেজুলিউশন বিশিষ্ট 6.7-Inch FHD+ OLED Display। একই সাথে 576Hz Touch Sampling Rate, 144Hz Refresh Rate, 100% DCI-P3 Colour Gamut এবং HDR10+ সুবিধা তো পাবেনই। এবার জেনে নেবো স্মার্টফোনের প্রসেসরের ব্যাপারে।

জেনেনিন : Flipkart-এ হিউজ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে iPhone 12 Mini, iPhone 12 এবং iPhone 11, মিস করবেন না

স্মার্টফোনের মধ্যে কেমন প্রসেসর ইনক্লুড হবে তা সঠিকভাবে জানা না গেলেও অনুমান করা হচ্ছে থাকতে পারে Snapdragon 8 Gen1 Chipset। এছাড়াও পাওয়া যাবে 50MP Primary OV50A40 Sensor, 5MP Ultra-Wide-Angle Lens এবং 2MP Third-Sensor যুক্ত ট্রিপল ক্যামেরা। তারই সাথে রয়েছে 60MP সেলফি তোলার সুবিধা।

এখানেই শেষ নয় ইনক্লুড হতে পারে 5000mAh ব্যাটারি। আরও পাবেন 5G, 4G LTE, Bluetooth 5.2, Wi-Fi 6E, GPS, USB Type-C পোর্ট এবং NFC ফিচার্স। সিকিউরিটি সিস্টেম হিসাবে রয়েছে In-Display Fingerprint Sensor। স্মার্টফোনের পরিমাপ এবং ওজন যথাক্রমে 163.56 X 75.95 X 8.49mm এবং 194 গ্রাম।

লঞ্চ Date কবে?

ভারতে Moto Edge X30 লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে স্মার্টফোনটি জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের শুরুতে লঞ্চ হতে পারে। লঞ্চের পরেই স্মার্টফোনের সঠিক দাম জানা যাবে। নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনার মতামত কী? অবশ্যই জানাতে ভুলবেন না।

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!