এই Bug এর জন্য সমস্যায় পড়েছেন বিশ্ব জুড়ে iPhone ব্যবহারকারীরা, কিভাবে সাবধান থাকবেন? সমাধানের উপায় কি?

this ios bug stopping iphone users from connecting to wifi what is the solution

এন্ড্রয়েড প্ল্যাটফর্ম এর মত iOS প্লাটফর্মেও মাঝে মাঝে কিছু বাগ (Bug) এসে সমস্যা তৈরি করে। যতক্ষণ না সেই সমস্যার সমাধান নিয়ে আসা হচ্ছে ততক্ষণ এই সমস্যা চলতেই থাকে। সম্প্রতি এমনই এক সমস্যা ধরা পড়েছে। জানা গেল সেই সমস্যা Carl Schou নামে এক ব্যক্তির কাছ থেকে। এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে ব্লীপিং কম্পিউটারস। 

কি সমস্যা ধরা পড়েছে? 

Carl Schou-র তথ্য থেকে জানা যাচ্ছে তিনি যখন “%p%s%s%s%s%n” নামে এক ওয়াইফাই এর সাথে কানেক্ট করতে যান তার iPhone। তখনই এই সমস্যা ধরা পড়ে তার কাছে। যার ফলে তার iPhone ওয়াইফাই কানেক্ট করার ক্ষমতা হারিয়ে ফেলে। এমনকি রিবুট করলেও এই ক্ষমতা ফিরে আসছে না। এমনই সাংঘাতিক এই বাগ। 

তিনি এই বিষয়ে টুইট করে একটা ভিডিও শেয়ার করেছেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি তার আইফোনকে কানেক্ট করছেন “%p%s%s%s%s%n” নামে ওয়াইফাই সাথে। কিন্তু তার আইফোন কানেক্ট হতে চাইছে না। এবং পরবর্তীকালে সেই ওয়াইফাই কেই ডিজেবল করে দিচ্ছে। 

শুধু মাত্র এখানেই নয় পরবর্তীকালে তিনি যখন তার আইফোন ইলেভেনকে এই ওয়াইফাই এর সাথে কানেক্ট করার চেষ্টা করেন। তখনও সেই একই ব্যাপার ঘটে। এই একই সমস্যায় পড়তে হতে পারে সালে বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদেরও। এবং এই বাগের ফলে আপনার আইফোনে ওয়াইফাই এর সাথে কানেক্ট করার ক্ষমতা হারিয়ে ফেলবে চিরতরে। যেটা ভাবাচ্ছে বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের। 

মনে করা হচ্ছে এই ব্যাপারটি সম্ভব হচ্ছে কারণ এই WiFi নামের প্রথমেই % ব্যবহার করার জন্য। এটার জন্যই এই নামটিকেই কমান্ড হিসাবেই নিয়ে নিচ্ছে আইফোন। তাই বলে এই বাগকে ছোট করে দেখার কোন মানেই হয় না। হ্যাকাররা এই বাগের সাহায্য নিয়েই অনেক ক্ষতি করে দিতে পারে আইফোন ব্যবহারকারীদের। তাই সাবধান থাকুন।

কিভাবে এই সমস্যার সমাধান করবেন?

শীঘ্রই অ্যাপেল অ্যাপেল এই সমস্যার সমাধান নিয়ে আসবে সে তো নিশ্চিত করেই বলা যায়। কিন্তু এখনও পর্যন্ত অ্যাপেল এর পক্ষ থেকে কোন কিছু শোনা যায়নি এই বাগের সমাধানের সম্পর্কে। 

জেনেনিন : কাজ করা থামিয়ে দিল Hubble Space Telescope, দায়ী সেই টেকনিক্যাল সমস্যা

এছাড়াও অন্য উপায়ে এই সমস্যা কর এড়িয়ে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে আইফোনের নেটওয়ার্ক সেটিংসে গিয়ে আপনাকে আপনার সমস্ত সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড ইরেশ করতে হবে। 

তাহলে আপনি আপনার আইফোনের WiFi কে পুনরায় ব্যবহার করতে পারবেন। কিন্তু আবার এই সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। তাই তার সমাধানের জন্য আমাদের অপেক্ষা করতে হবে অ্যাপেলের কাছ থেকে সমাধান পাওয়ার।