আজ লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত Samsung Galaxy M32 স্মার্টফোন। আজ দুপুর ঠিক 12 টা শুরু করে দেওয়া হবে স্মার্টফোন টির লঞ্চ ইভেন্ট। কিন্তু চলুন, তার আগেই জেনে নিই এই স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু তথ্য। জেনে নেওয়া যাক স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনস ও দাম।
Samsung Galaxy M32-এর স্পেসিফিকেশন্স
Samsung Galaxy M32 স্মার্টফোনে রয়েছে FHD+ sAMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে। ডিসপ্লে সাইজ 6.4 ইঞ্চির। এর পিক ব্রাইটনেস হতে চলেছে 800 nits।
ক্যামেরার কথা বলতে গেলে স্মার্টফোনে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা (Quad Camera) সেটআপ। যার প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের। 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে। স্মার্টফোনে বাকি দুটো সেন্সর সম্পর্কে এখনও কনফার্ম কোন খবর দেয়নি Samsung। ব্যাটারি সম্পর্কে আসি এবার। এর মধ্যে রয়েছে 6000mAh ম্যাসিভ ব্যাটারি। এই ব্যাটারিকে মনস্টার বলে ক্লেম করছে স্যামসাং।
প্রসেসরের এখনও কনফার্ম কোনো খবর পাওয়া না গেলেও মনে করা হচ্ছে এই স্মার্টফোনে থাকতে পারে MediaTek Helio G85 প্রসেসর। তার সাথে আমরা পেতে পারি 6 GB পর্যন্ত RAM ও 128 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ।
Samsung Galaxy M32 এর প্রাইস
এই সমস্ত স্পেসিফিকেশন যুক্ত Samsung Galaxy M32 এর দাম রাখা হতে পারে 15,000 থেকে 20,000 এর মধ্যেই। 4 GB RAM এবং 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হতে পারে 15,999 টাকা। এবং তার সাথে 6 GB RAM 128 GB স্টোরেজ এর দাম হতে পারে 17,999 টাকা।
তবে অফিশিয়াল প্রাইস ও স্পেসিফিকেশন্স জানার জন্য আমাদের ওয়েট করতে হবে আর মাত্র কিছুক্ষণ। স্মার্টফোন টিকে লঞ্চ করা হবে আজ দুপুর ঠিক 12 টায়।