Live Stream Recording থেকে Interactive Emoji- একগুচ্ছ নতুন ফিচার্স নিয়ে চলে এল Telegram, খুবই প্রয়োজনে লাগবে সকলেরই

telegram introduces a bunch of new features live stream recording interactive emoji and more

দিনবদলের সাথে সাথে অত্যন্ত জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের মধ্যে একের পর এক নতুন নতুন ফিচার নিয়ে আসা হচ্ছে। অতি সম্প্রতি আরও কিছু দুর্দান্ত নতুন ফিচারের কথা ঘোষণা করে দিল টেলিগ্রাম (Telegram)। আপনি যদি টেলিগ্রাম ইউজার হন এই ফিচার গুলো আপনাকে ব্যবহার করতেই হবে। চলুন দেখে নেওয়া যাক কি কি নতুন ফিচার চলে এসেছে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মধ্যে।

কি কি নতুন ফিচার এসেছে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে?

1। প্রথমেই যে ফিচারটির কথা বলব তা হল চ্যাট থিমস (Chat Themes)। এবার ইন্ডিভিজুয়াল চ্যাট এর ক্ষেত্রে 8 টি নতুন চ্যাট থিম থেকে আপনার পছন্দমত থিম বেছে নিতে পারবেন। এই নতুন Chat Theme বেছে নেওয়ার জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে যেকোন চ্যাটের উপরে থ্রি ডটস মেনু (Three Dots Menu)-তে ক্লিক করুন। তারপর চেইঞ্জ কালার্স (Change Colors) অপশনে যান।

iOS এর ক্ষেত্রে থ্রি ডটস মেনু (Three Dots Menu)-তে যান তারপর চেঞ্জ কালার্স (Change Colors) অপশনে যান। শুধু মাত্র এখানেই থেমে থাকছে না এই ফিচারের সুবিধা। প্রত্যেকটা থিমেতে আলাদা আলাদা করে লাইট এবং ডার্ক ভার্সন নিয়ে এসেছে টেলিগ্রাম। 

2। দ্বিতীয় যে ফিচারটি ইন্ট্রোডিউস করা হয়েছে তা হচ্ছে ইমোজি সংক্রান্ত। টেলিগ্রামের ইমোজি নিয়ে বিশেষ কিছু বলার নেই। দুর্দান্ত সব ইমোজি রয়েছে এই প্লাটফর্মে। এবার টেলিগ্রাম ইন্ট্রোডিউস করে দিল ইন্টারঅ্যাকটিভ ইমোজি (Interactive Emoji)। 

জেনেনিন : সাবধান! ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করলে এই কাজগুলি কখনই করবেন না, সচেতন থাকুন আর কষ্টার্জিত টাকা লোপাট হয়ে যাওয়া আটকান

এই ইমোজি গুলো প্রাইভেট চ্যাটে পাঠানো যাবে। এবং তারপর সেই ইমোজির উপর শুধুমাত্র একটা ট্যাপ করুন। তাহলেই এই ইমোজি গুলোর সুন্দর এনিমেশনের সাথে ফুলস্ক্রীন অপশন দেখতে পেয়ে যাবেন। খুবই ভালো লাগবে এই নতুন ফিচার ও তার ফুল স্ক্রীন এফেক্ট। 

3। পরবর্তী আপডেট আনা হয়েছে গ্রুপের ক্ষেত্রে। গ্রুপের ক্ষেত্রে ডবল টিক সাইন দেওয়া হয় যখন কেউ সেই মেসেজটিকে পড়েন। কিন্তু এবার ছোট গ্রুপের ক্ষেত্রে যে কোন মেসেজ, যেটা আপনি পাঠিয়েছেন তা সিলেক্ট করে নিয়ে আপনি দেখতে পারবেন কোন কোন গ্রুপ মেম্বার সেই মেসেজটি কে পড়েছেন। 

4। এরপরে এক অতি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আসা হয়েছে লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে। টেলিগ্রাম আনলিমিটেড ভিউয়ারদের জন্য লাইভ স্ট্রিম এনেবেল করে দিয়েছে আগেই। এবার নতুন আপডেটে যেকোনো ভিডিও চ্যাট এবং লাইভ স্ট্রিম রেকর্ড করার নতুন মাধ্যম নিয়ে চলে এলো টেলিগ্রাম। তবে শুধুমাত্র Admin-রাই এই কাজটি করতে পারবেন।  

তাই লাইভ স্ট্রিমে এবার প্রয়োজনীয় কোন স্ট্রিমিং হলে এবং আপনি যদি এডমিন হয়ে থাকেন, তাহলে খুব সহজেই সেটাকে রেকর্ড করতে পারবেন। লাইভ স্ট্রিমের থ্রি ডটস মেনু থেকেই এই রেকর্ডিং এর অপশন আপনি পেয়ে যাবেন। শুধুমাত্র Live-Stream চলাকালীন উপরের থ্রি ডটস মেনুতে ক্লিক করতে হবে এবং তারপর স্টার্ট রেকর্ডিং (Start Recording) অপশনে ক্লিক করতে হবে। তাহলেই রেকর্ডিং শুরু হয়ে যাবে। এই সমস্ত নতুন ফিচার গুলিকে ব্যবহার করতে এখুনি আপনার Telegram Application টিকে আপডেট করে নিন।

নিঃসন্দেহে এই সমস্ত ফিচারগুলো টেলিগ্রামের কার্যকারিতাকে আরো বৃদ্ধি করবে। এবং আরো বহু সংখ্যক মানুষ এই ফিচারগুলো কে ব্যবহার করবেন ও উপভোগ করবেন টেলিগ্রাম প্লাটফর্ম কে। এই ফিচারগুলো আপনার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনিও কি টেলিগ্রাম ব্যবহার করেন? নাকি অন্য কোন এপ্লিকেশন আপনার প্রিয়, সেটাও জানাবেন।

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।