স্মার্টফোনে বেশি বেশি ব্যাটারি চাই? এই 7000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন গুলি মিস করবেন না, জেনেনিন স্পেসিফিকেশন এবং দাম

best smartphone with 7000mah battery you should not miss

স্মার্টফোনের ব্যাটারি ক্ষমতাশালী না হলে কঠিন সমস্যায় পড়তে হয় আমাদের। আর তাই বিভিন্ন সংস্থা তাদের স্মার্টফোনের মধ্যে বেশ ক্ষমতা যুক্ত ম্যাসিভ ব্যাটারি প্রতিস্থাপন করে চলেছে। আপনারও যদি ম্যাসিভ ব্যাটারি যুক্ত স্মার্টফোন প্রয়োজন হয় তাহলে চিন্তা করবেন না। 

আজকের আর্টিকেলে আপনাদের জানাবো এমন কিছু স্মার্টফোন যার মধ্যে রয়েছে 7000mAh-এর অসাধারণ ব্যাটারি। চলুন জেনে নেওয়া যাক আমাদের আজকের তালিকাতে কোন কোন স্মার্টফোন রয়েছে। 

এই 7000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন গুলি মিস করবেন না

স্মার্টফোনে বেশি ব্যাটারি আমাদের কাছে অনেক সময়ই লাইফ সেভার হয়ে যেতে পারে। আজকের আর্টিকেল তাই এই 7000mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোন গুলি দেখে নিন অবশ্যই। 

1। Samsung Galaxy F62

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 7000mAh Battery এবং ফাস্ট চার্জিং ফিচার। একই সাথে স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.7-Inch Full HD+ Display। প্রসেসর হিসাবে উপস্থিত রয়েছে Exynos 9825 SoC। এছাড়াও রয়েছে 64-Megapixel বিশিষ্ট কোয়াড ক্যামেরা এবং 32-Megapixel সেলফি ক্যামেরা। 

স্মার্টফোনটির 6GB RAM ভেরিয়েন্ট এর দাম 23,999 টাকা। একই সাথে 8GB RAM মডেলটি আপনি পেয়ে যাবেন 25,999 টাকাতে। এটি আপনি Flipkart, Samsung.com এবং বিভিন্ন অফলাইন স্টোর থেকে কিনে নিতে পারবেন।

2। Samsung Galaxy M51

এই স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে 6.7-Inch Dot Display। স্মার্টফোনটি নির্মিত হয়েছে Qualcomm Snapdragon 730G Processor দ্বারা। ক্যামেরা হিসাবে পাবেন 64-MP যুক্ত Quad Camera System এবং 32-MP ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনের মধ্যে 7000mAh অসাধারণ ব্যাটারি ইনক্লুড তো রয়েছেই। এই স্মার্টফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর জন্য আপনাকে খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় 23,990 টাকা।

3। Tecno Pova 2

স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে 6.95-Inch FHD+ Dot Display। একই সাথে পাবেন MediaTek Helio G85 SoC। এছাড়াও 48-Megapixel যুক্ত অসাধারণ কোয়াড ক্যামেরা রয়েছে। এরই পাশাপাশি স্মার্টফোনটিতে আপনি পাবেন 7000mAh  ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জার। 

Tecno Pova 2 স্মার্টফোনের 64GB ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। এছাড়াও এর 128GB মডেলটি আপনি কিনে নিতে পারবেন 13,499 টাকাতে। স্মার্টফোনটি Dazzle Black, Polar Silver এবং Energy Blue এই তিনটে কালার অপশনে উপলব্ধ রয়েছে। বিভিন্ন অফলাইন স্টোর এবং Amazon.in মাধ্যমে স্মার্টফোনটি কিনে নিতে পারবেন। 

জেনেনিন : Live Stream Recording থেকে Interactive Emoji- একগুচ্ছ নতুন ফিচার্স নিয়ে চলে এল Telegram, খুবই প্রয়োজনে লাগবে সকলেরই

উপরে উল্লেখিত স্মার্টফোনগুলোর ব্যাটারি ভারতের বাজারে অন্যান্য স্মার্টফোনের তুলনায় ম্যাসিভ। তাই আপনি যদি বেশি ব্যাটারি যুক্ত স্মার্টফোন কিনতে চান তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী স্মার্টফোন কিনে নিতে ভুলবেন না। 

একই সাথে এই লিস্টের কোন স্মার্টফোনটি আপনার বেশি ভালো লাগলো? তা আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না।