এবার Signal App এ আসছে নতুন ফিচার্স, খুশি হবেন হোয়াটসঅ্যাপ ছেড়ে আসা ব্যবহারকারীরা

মাত্র কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ(WhatsApp) তাদের নতুন প্রাইভেসি পলিসি ঘোষণা করেছিল। তারপরই একের পর এক বিতর্ক ধেয়ে আসতে থাকে হোয়াটসঅ্যাপের দিকে। অনেক ইউজার WhatsApp ব্যবহার ছেড়ে দেন। তারা জয়েন করেন টেলিগ্রাম(Telegram) ও সিগন্যাল(Signal) এর মত আরো সিকিওর অ্যাপ্লিকেশন গুলিতে। এইরকম ইউজারের সংখ্যা লক্ষ লক্ষ। 

তাই WhataApp থেকে আগত এই সমস্ত ইউজারদের স্বাচ্ছন্দ ফিল করানোর জন্য এবার চেষ্টা করছে তারা। এবার Signal অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের মতোই বেশকিছু নতুন ফিচার ইন্ট্রোডিউস করতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন নতুন ফিচার আসতে চলেছে সিগন্যাল অ্যাপ্লিকেশনে।

কোন কোন নতুন ফিচার আসছে Signal App এ ?

WABetaInfo এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট ওয়ালপেপার সেট করতে অভ্যস্ত। যেখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের চ্যাট ওয়ালপেপার সেট করতে পারি আমরা। সেই ফিচার এবার খুব তাড়াতাড়ি আসতে চলেছে সিগন্যাল অ্যাপ্লিকেশনে।

এতদিন পর্যন্ত সিগন্যাল অ্যাপ্লিকেশনে অ্যানিমেটেড স্টিকার ব্যবহার করা যেত না। যেটা হোয়াটসঅ্যাপে ইন্ট্রোডিউস করা হয়েছিল কয়েক মাস আগেই। এবার সেই হোয়াটসঅ্যাপের পথ অবলম্বন করেই সিগন্যাল অ্যাপ্লিকেশনেও আসতে চলেছে অ্যানিমেটেড স্টিকার্স। যেগুলো নিঃসন্দেহে আমাদের আনন্দ দেয়।

হোয়াটসঅ্যাপ থেকে সিগনাল অ্যাপ্লিকেশন যারা সিফট করছিলেন তাদের একটা বড় দাবি ছিল খুব শীঘ্রই স্ট্যাটাস ফিচার নিয়ে আসা। এবার সেই পথ অবলম্বন করে হোয়াটসঅ্যাপের মত এবার সিগনাল অ্যাপ্লিকেশনের মধ্যেও চলে এসেছে স্ট্যাটাস আপডেট ফিচারটি। অবশ্যই আপনি আপনার মন মত স্ট্যাটাস দিয়ে আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। 

হোয়াটসঅ্যাপের মতো এবার Signal নিয়ে আসতে চলেছে গ্রুপ ইনভাইট লিংক(Group Invite Link)। আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে এই বিষয়ে আপনি নিশ্চয়ই অবহিত রয়েছেন। এই ইনভাইট লিংকে ক্লিক করে যে কোন ইউজার সেই গ্রুপে জয়েন করতে পারেন খুব সহজেই। এই সুবিধা এবার পাওয়া যাবে সিগন্যাল অ্যাপ্লিকেশনেও।

গ্রুপ ভিডিও কলেও আরো একটি ইন্টারেস্টিং ফিচার আসতে চলেছে Signal অ্যাপ্লিকেশনে। এতদিন পর্যন্ত সিগন্যাল অ্যাপ্লিকেশনের 5 জনের সাথে গ্রুপ ভিডিও কল করা যেত একসাথে। যেটা হোয়াটসঅ্যাপে আপনি একসাথে আটজনের সাথে করতে পারেন। মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই ব্যবস্থাকেও আপডেট করা হতে চলেছে। সেটা বাড়িয়ে হোয়াটসঅ্যাপের মতোই 8 জন লিমিটেশন নিয়ে আসা হচ্ছে। 

নিঃসন্দেহে সিগন্যালের মতো অত্যন্ত সিকিওর অ্যাপ্লিকেশনে এই সমস্ত হোয়াটসঅ্যাপ এর ফিচারগুলো পাওয়া গেলে সাধারণ ইউজাররা যারা হোয়াটসঅ্যাপ থেকে সিগনাল শিফট করেছেন তাদের প্রচন্ড রকম সুবিধা হবে। 

প্রসঙ্গত উল্লেখ্য হোয়াটসঅ্যাপ তাদের প্রাইভেসি পলিসি চেঞ্জ করে। তার পর গুগল প্লে স্টোরে ডাউনলোডের নিরিখে হোয়াটসঅ্যাপ কে হারিয়ে দিয়েছে সিগন্যাল অ্যাপ্লিকেশন। Signal দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। প্রথম স্থানে রয়েছে টেলিগ্রাম অ্যাপ্লিকেশন। 

আপনি কি হোয়াটসঅ্যাপ থেকে টেলিগ্রাম বা সিগন্যাল App এ শিফট করেছেন ?