প্লে স্টোরে শেয়ারচ্যাট ডাউনলোড সাংঘাতিকভাবে বৃদ্ধি পেল।

এল.এ.সি উত্তেজনার মাঝেই চীনের উপর ভারতের ডিজিটাল ধর্মঘট হতে চলেছে, টিকটক,শেয়ারইট সহ 59 টি চীনা অ্যাপকে নিষিদ্ধ করেছে সরকার।

29 শে জুন ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক[ Electronics and Information Technology (MeitY)] এক অর্ডারে জানিয়েছে ব্যানের কথা।

59 টি অ্যাপের মধ্যে রয়েছে টিকটক, উইচ্যাট, হেলোর মত ফেমাস অ্যাপস।

এই ব্যানের মধ্যেই উপকৃত হলো শেয়ারচ্যাট, Mitron এর মত অ্যাপ গুলি।

30 শে জুন থেকে প্লে স্টোরে শেয়ারচ্যাটের ডাউনলোড সাংঘাতিকভাবে বৃদ্ধি পেল।

দেড় কোটি নতুন ডাউনলোড হলো এই অ্যাপের।

এছাড়াও, শেয়ারচ্যাটের একজন মুখপাত্র নিউজ 18 কে জানিয়েছেন যে সংস্থাটি 30 জুন (গতকাল) প্রতি ঘন্টায় ওই অ্যাপের প্রায় 5 লক্ষ (0.5 মিলিয়ন) নতুন ডাউনলোড লক্ষ্য করছে।

শেয়ারচ্যাটের সহ-প্রতিষ্ঠাতা এবং সিওও ফরিদ আহসানের মতে, করোনাভাইরাস মহামারীতে লকডাউন থেকে এই অ্যাপের ডাউনলোড বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

প্ল্যাটফর্মটি হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি, পাঞ্জাবি, মালায়ালাম, তামিল, তেলুগু, কান্নদা, ওড়িয়া, ভোজপুরি, অসমিয়া, রাজস্থানী এবং হরিয়ানভীর মতো 14 টি আঞ্চলিক ভাষায় উপলভ্য।

শেয়ারচ্যাট দাবি করেছে যে এটিতে 60 মিলিয়ন মান্থলি এক্টিভ ইউসার রয়েছে। এর আগে শেয়ারচ্যাট প্লাটফর্মে শাওমি ,টুইটারের মতো সংস্থাগুলি লগ্নি করেছে।

শেয়ারচ্যাট পরিকল্পনা করেছে হোয়াটসঅ্যাপে নেটিভ প্লেব্যাক ফিচার আনবে। এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশনটি ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ারচ্যাট ভিডিওগুলি চালাতে পারবেন।