এলজি 2021 সালে রোলেবল ওলেড ডিসপ্লে সহ একটি ফোন লঞ্চ করতে পারে, জানুন বিস্তারিত

ফোল্ডেবল ডিসপ্লের সাথে ফোনগুলি বর্তমানে খুবই কমন হয়ে উঠেছে। হুয়াওয়ে, স্যামসাং, মটোরোলার মতো কোম্পানিগুলো তাদের ফোল্ডেবল ফোন অনেক আগেই রিলিজ করেছে।

আপনি যদি কিছু নতুন জিনিসের সন্ধানে থাকেন তাহলে আপনি কিনতে পারেন এলজির রোলেবল ডিসপ্লের সাথে ফোনটি।

এখনও পর্যন্ত কি জানতে পারছি আমরা এই ফোনটি সম্পর্কে ?

‘প্রজেক্ট বি’ এর কোডানেমযুক্ত ফোনটি বর্তমানে প্রোটোটাইপিং পর্বে রয়েছে। এলজি’র ফোনটিতে একটি ফ্লেক্সিবেল ওলেড প্যানেল থাকবে।

তবে ফোনটি এ বছর রিলিজ হবেনা 2021 সালে ওলেড ডিসপ্লের সাথে এই ফোনটি রিলিজ হওয়ার কথা।

সংস্থাটি এই প্যানেলগুলির জন্য সরবরাহকারী সরবরাহকারী বিওইয়ের সাথে কাজ করছে।

তবে আমরা জানি এলজি এর আগেও টিভিতে রোলেবল ডিসপ্লের বহুল প্রয়োগ করেছে। হ্যাঁ এটা বলা বাহুল্য অন্য কোম্পানি তুলনায় এই ডিজাইনটি খুবই এক্সপেন্সিভ।

আরও জানুন : তাহলে কি আবার ফিরে আসবে টিকটক ?

তবে এলজির পক্ষ থেকে সম্বন্ধে কোন কিছু জানা যায়নি। বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই কলমটি লেখা।

এ সম্বন্ধে যদি আরো বিস্তারিত কিছু জানা যায় তাহলে অবশ্যই জানানো হবে।