এবার হোয়াটসঅ্যাপেও মেসেঞ্জারের মতো অ্যানিমেটেড স্টিকার ব্যবহার করতে পারবেন

আমরা সকলেই জানি ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ আমাদের ইউজারদের কথা মাথায় রেখে ক্রমশ নানা নতুন নতুন আপডেট এনে চলেছে।

এর কিছুদিন আগেই বারোজন পার্টিসিপেন্ট নিয়ে ভিডিও এবং ভয়েস কলিং ফিচার যোগ হয়েছে হোয়াটসঅ্যাপে, যোগ হয়েছে ডার্ক মোড।

এবার আর এক উল্লেখযোগ্য আপডেট নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জারের মতো অ্যানিমেটেড স্টিকার ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপেও।

আপনারা সকলেই জানেন যে হোয়াটসঅ্যাপের স্টিকার বলি ম্যাসেঞ্জারের স্টিকারের মত মুভেবল ছিল না, এই আপডেটের পরে হোয়াটসঅ্যাপ স্টিকারগুলিও মুভেবল হবে।

হোয়াটসঅ্যাপ যে প্রথম অফিসিয়াল স্টিকার প্যাকটি আউট করেছে তাকে প্লেফুল পাইওমারু বলা হয় যা স্টিকার স্টোরটিতে ডাউনলোডের জন্য উপলব্ধ।

তবে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্লাটফর্মেই কেবল বিটা ভার্সন এই ফিচারটি আপনি বর্তমানে পাবেন।

আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ইন্সটল করতে পারেন তবে কিছুদিনের মধ্যে হোয়াটসঅ্যাপ স্টেবল ভার্সনেও এই আপডেটটি দেয়া হবে।

অ্যান্ড্রয়েড বিটা ভার্সন 2.20.195.1. এ এবং আইওএস বিটা ভার্সন 2.20.70.26 এ এখন অ্যানিমেটেড স্টিকারগুলি সাপোর্ট করে।

কেবল একটিমাত্র অ্যানিমেটেড স্টিকার এখন হোয়াটসঅ্যাপ স্টিকার স্টোরে এভেলেবেল হলেও আপনি অন্য অ্যানিমেটেড স্টিকার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।

আরও জানুন : জানা গেল POCO M2 Pro এর রিলিজ ডেট, জেনে নিন বিস্তারিত !

আশা করা যায় স্টেবল ভার্সনে যখন অপডেটটি দেয়া হবে তখন আরো অনেক অ্যানিমেটেড স্টিকার যোগ করা হবে।

হোয়াটসঅ্যাপ হয়তো এমন ফিচারও দেবে যাতে আপনি আপনার নিজস্ব অ্যানিমেটেড স্টিকার ক্রিয়েট করতে পারবেন।