অবশেষে স্যামসাং লঞ্চ করে দিল তাদের Samsung Galaxy M32 স্মার্টফোনটি। এই স্মার্টফোন নিয়ে অপেক্ষা ছিল অনেকেরই। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশন, দাম, সেল ডেট সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Samsung Galaxy M32 এর স্পেসিফিকেশন্স
Samsung Galaxy M32 স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Infinity U sAMOLED ডিসপ্লে। 800 nits এর পিক ব্রাইটনেস পাওয়া যাবে। আর থাকছে Corning Gorilla Glass 5 এর প্রটেকশন।
ক্যামেরার কথা বলতে গেলে স্মার্টফোনে পাওয়া যাবে কোয়াড ক্যামেরা (Quad Camera) সেটআপ। যার প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের, সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার ও 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর রয়েছে। সেলফির জন্য থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
এবার আসি স্মার্টফোনটির প্রসেসরের ব্যাপারে। স্মার্টফোনের মধ্যে রয়েছে MediaTek Helio G80 প্রসেসর। যেটা একটি Octa Core প্রসেসর। তার সাথে রয়েছে 6GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। ব্যাটারি হিসাবে স্মার্টফোনে রয়েছে 6000mAh এর ম্যাসিভ ব্যাটারি। ব্যাটারি সাপোর্ট করছে 25W এর ফাস্ট চার্জিং টেকনোলজি। তবে বক্সের মধ্যে আমরা পাব 15W এর চার্জার। রয়েছে USB টাইপ C পোর্ট।
এছাড়াও রয়েছে মোনো স্পিকার। সিকিউরিটির জন্য পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (Side Mounted Fingerprint Sensor)। থাকছে Android 11 ও এর উপর OneUI। পাওয়া যাবে ডুয়েল সিম সাপোর্ট।
Samsung Galaxy M32 এর দাম ও সেল ডেট
দুটি ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি পাওয়া যাবে ভারতে। একটি 4GB-64GB এবং অপরটি 6GB-128GB মডেল। 4GB-64GB মডেলের জন্য দাম রাখা হয়েছে 14,999 টাকা। আর 6GB-128GB মডেলের জন্য দাম রাখা হয়েছে 16,999 টাকা।
স্মার্টফোনটি বিক্রি করা হবে অ্যামাজন এর মাধ্যমে। তার সাথে স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং অবশ্যই রিটেল স্টোর থেকে। বিক্রি শুরু হবে 28 জুন দুপুর 12 টা থেকে।
Samsung Galaxy M32-এর অফার
আপনার কাছে যদি ICICI ব্যাংকের কার্ড থাকে তাহলে আপনি 1,250 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন। যা স্মার্টফোনের দাম অনেকটাই কমিয়ে দেবে।