boAt আজকে লঞ্চ করে দিল নতুন TWS Earbuds, কম দামে দারুন ফিচার্স পাওয়া যাবে, জেনেনিন স্পেসিফিকেশন্স ও প্রাইস

boAt Airdropes 281 Pro launched in india specifications sale date launch offer

আজকেই ভারতে boAt লঞ্চ করে দিল boAt Airdropes 281 Pro TWS ইয়ারবাডস। দেখে নেওয়া যাক এই অল্প দামে পাওয়া ইয়ার বাডসের মধ্যে কোন কোন স্পেসিফিকেশন্স রয়েছে। এর দাম কত এবং কবে থেকে পাওয়া যাবে, সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

boAt Airdopes 281 Pro এর স্পেসিফিকেশন্স

boAt Airdopes 281 Pro এর মধ্যে ব্যবহার করা হয়েছে 6mm ড্রাইভারস। পাবেন টাচ কন্ট্রোলের (Touch Control) সুবিধা। যার সাহায্যে খুব সহজেই মিউজিক কন্ট্রোল করার সুবিধা পাবেন। অর্থাৎ তার সাহায্যেই মিউজিক Play, Pause করার সুবিধা থাকছে। তাছাড়াও কল রিসিভ করতে পারবেন খুব সহজেই। 

চমকের এখানেই শেষ নেই। এর মধ্যে আছে ওয়ান টাচ গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant) এবং সিরি (Siri) সাপোর্ট। রয়েছে চারটি মাইক। আছে ENx টেকনোলজি। খুব সুন্দর ভয়েস কোয়ালিটি পাওয়া যাবে এর জন্য। কল করার সময় কোন রকম অস্পষ্টতা আসবেনা। 

অবশ্যই এই TWS এর সাথে আলাদা একটা কেস থাকছে। যে কেসের মধ্যে রয়েছে রিসেট বাটন (Reset Button)। খুব সহজে আপনি রিসেট করে নিতে পারবেন। এর মধ্যে রয়েছে IWP টেকনোলজি। যা ডিভাইসের সাথে স্মুথলি কানেক্ট করতে সাহায্য করবে আপনাকে। 

জেনেনিন : কিভাবে Covid-19 Vaccine Certificate-এ থাকা ভুল সংশোধন করবেন? এল এই অতি প্রয়োজনীয় সুবিধা

boAT ক্লেম করছে চার্জিং কেস সমেত এই TWS 25 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। বলা হচ্ছে প্রত্যেক ইহারবাডস সাড়ে ছয় ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। ডিভাইসকে চার্জ দেওয়ার জন্য রয়েছে Type C চার্জিং পোর্ট। 

এর মধ্যে ব্যবহার করা হয়েছে ASAP ফাস্ট চার্জ টেকনোলজি। যা মাত্র 5 মিনিটের চার্জে 60 মিনিট পর্যন্ত মিউজিক প্লেব্যাকের সুবিধা দিয়ে দেবে। এখানেই শেষ নয় এর মধ্যে রয়েছে IPX5 সার্টিফিকেশন। অর্থাৎ এই ডিভাইস স্প্ল্যাশ রেসিস্টেন্টও। কানেকটিভিটির জন্য ব্যবহার করা হয়েছে Bluetooth v5.1 । পাওয়া যাবে Active Black, Aqua Blue, Blue Flame, Viper Green এই চারটি কালার অপশনে। যদিও আমাজনে Blue Flame কালার অপশন এখন আনএভেলেবেল রয়েছে। 

boAt Airdropes 281 Pro TWS এর দাম 

boAt Airdopes 281 Pro TWS কে বর্তমানে আপনি প্রি-অর্ডার পারবেন অ্যামাজন থেকে। প্রাথমিক ভাবে এর দাম রাখা হয়েছে 1,999 টাকা মাত্র।আমাজন পে ব্যালেন্স এর সাহায্যে আপনি যদি pre-order করেন 25 তারিখের আগে। তাহলে 200 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়াও SBI ক্রেডিট কার্ডের EMI যে পাবেন 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।