Samsung Galaxy F22-র Sale শুরু হচ্ছে আজ থেকেই, জেনে নিন অফার সমেত সমস্ত কিছু বিস্তারিত ভাবে

Samsung Galaxy F22 ShresthoTech
Samsung Galaxy F22 (Image Credit : Samsung India)

আজ থেকে শুরু হতে চলেছে Samsung Galaxy F22 স্মার্টফোনটি প্রথম সেল। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশনস। তার সাথে আমরা জেনে নেবো এর দাম কত, কি কি সেল অফার রয়েছে সমস্ত কিছু বিস্তারিত ভাবে।

Samsung Galaxy F22 স্পেসিফিকেশন্স 

Samsung Galaxy F22 স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.4 ইঞ্চেস সুপার অ্যামোলেড ইনফিনিটি ইউ ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 90 Hz এর। ক্যামেরার কথা বলতে গেলে এর মধ্যে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেনসর 48 মেগাপিক্সেলের। সাথে রয়েছে 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল এর ডেফথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসাবে রয়েছে 13 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। 

প্রসেসর হিসেবে পাওয়া যাবে মিডিয়াটেকের Helio G80 প্রসেসর। এটি একটি অক্টা-কোর প্রসেসর। পাওয়া যাবে 6 জিবি পর্যন্ত RAM ও 128 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকছে এই স্মার্টফোনটিতে। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এটাকে 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। 

রয়েছে 6000mAh এর ব্যাটারি। 25W এর ফাস্ট চারজিং সাপোর্ট। ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং তার সাথে 3.5mm হেডফোন জ্যাক। পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 

Samsung Galaxy F22 এর দাম 

Samsung Galaxy F22 স্মার্টফোনটি দুটো ভেরিয়েন্ট এভেলেবেল রয়েছে ভারতে। একটি 4GB-64GB এবং অপরটি 6GB-128GB। 4GB-64GB ভেরিয়েন্ট এর দাম 12,499 টাকা। 6GB-128GB ভেরিয়েন্ট এর দাম 14,999 টাকা।

সেল শুরু হবে ফ্লিপকার্ট এবং স্যামসাং ইন্ডিয়া অনলাইন স্টোরে আজ দুপুর 12 টা থেকে। ইন্ট্রোডাকটারি অফার হিসাবে Flipkart-এ স্মার্টফোনটি আপনি কিনতে পারবেন 1000 টাকা কমে। এছাড়াও এক্সচেঞ্জ অফার থাকছে। তার সাথে পাবেন ইএমআই অপশনও।