লঞ্চ হতে চলেছে Tecno Pova 2, থাকবে 7000mAh এর ব্যাটারি, জেনেনিন স্পেসিফিকেশন্স ও সম্ভাব্য দাম

Tecno Pova 2 ShresthoTech

বিগত মাসেই Tecno সংস্থা Tecno Pova 2 স্মার্টফোনের কথা জানিয়ে ছিল। সম্প্রতি সংস্থার মুখপাত্র Arijeet Talapatra একটি Tweet এর মাধ্যমে জানিয়েছেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। তার টুইট থেকেই আমরা জানতে পারছি এই স্মার্টফোনের ব্যাটারি বিষয়েও। 

Tecno Pova 2 স্পেসিফিকেশন

এই স্মার্টফোনের মধ্যে থাকবে 6.9-Inch FHD+ LCD Display এবং এর Resolution 1080×2460 Pixel। একই সাথে স্মার্টফোনের মধ্যে রয়েছে 180Hz Touch Sampling Rate। এছাড়াও 12nm এর MediaTek Helio G85 প্রসেসর। আরও পাবেন Integrated Mali G52 GPU।

স্মার্টফোনটি সবথেকে বেশি নজর কারছে ব্যাটারি! স্মার্টফোনটিতে রয়েছে 7000mAh ম্যাসিভ ব্যাটারি। 18W Fast Charging এর সুবিধা। সিকিউরিটি সিস্টেমের কথা বলতে গেলে এটিতে পাবেন Side-Mounted Fingerprint Scanner এর সুবিধাও।

জেনেনিন : Battlegrounds Mobile India-র এই রেকর্ডস জানলে চোখ কপালে উঠবে, দেখুন BGMI এর হতবাক করা রেকর্ডস

এবার আসা যাক স্মার্টফোনের ক্যামেরা ব্যাপারে। স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ এর কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন LED Flash যুক্ত Quad-Rear Camera Setup যেখানে 48MP Primary Sensor, 2MP Macro, 2MP Depth এবং 2MP AI lens পেয়ে যাবেন। একই সঙ্গে থাকছে 8MP Front Camera। এছাড়াও পাবেন 3.5mm Audio Jack, Micro-SD Card Slot, Type-C Charging Port। স্মার্টফোনটির ওজন 185 গ্রাম।

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনটি Philippines দেশে Polar Silver, Power Blue এবং Dazzle Black Color ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। ডিভাইসটির 6GB RAM + 128GB Storage Variant এর দাম 7,990 Philippine Peso অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 11,820 টাকা। উল্লেখিত স্মার্টফোনটি বেশকিছু স্পেসিফিকেশন সত্যিই অসাধারণ। এখন দেখার বিষয় ভারতের বাজারে এই স্মার্টফোনটি কবে লঞ্চ হয়।