Tipster Yogesh জানিয়ে দিলেন সামান্য কিছু পরিবর্তন নিয়ে আগামী 15 ই JULY আমাদের দেশে Vivo Y72 5G স্মার্টফোনটি লঞ্চ হবে। ইতিমধ্যে স্মার্টফোনের বেশ কিছু ফিচার্স প্রকাশ পেয়েছে।
Vivo Y72 5G স্পেসিফিকেশনস কেমন রয়েছে?
এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.58-Inch FHD+ Halo FullView Display এবং এর ডিসপ্লে Resolution 1080×2460 Pixel। একই সাথে স্মার্টফোনের মধ্যে রয়েছে 90Hz Refresh Rate। স্মার্টফোনের Processor এর ক্ষেত্রে পার্থক্য রয়েছে বলে জানা গেছে। মূল Y72 Model এ ছিল MediaTek Dimensity 700 SoC তবে এই ক্ষেত্রে স্মার্টফোনের মধ্যে থাকছে Qualcomm Snapdragon 480 SoC।
স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ এর কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন Dual-Camera Setup যার মধ্যে 48MP Primary Sensor এবং 2MP Secondary lens রয়েছে। একই সঙ্গে থাকছে 8MP Front Camera। এছাড়াও Pose Master, Face Beauty এবং Super Night Mode Camera Features ইনক্লুড রয়েছে।
জেনেনিন : ঘোষণা হল Ear 1 এর ভারতীয় দাম, জেনেনিন কি চমক রেখেছে Nothing
স্মার্টফোনটিতে রয়েছে 5000mAh অসাধারণ Battery এবং 18W Fast Charging Support সুবিধা। স্মার্টফোনটির পরিমাপ 164.2 x 75.4 x 8.4 mm এবং ওজন 185 গ্রাম। একই সঙ্গে জড়িত রয়েছে 5G, 4G LTE, Dual-Band Wi-Fi, Bluetooth 5.0, GPS এবং USB Type-C Port এবং Sync। স্মার্টফোনটি Android 11 OS ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে।
সম্ভাব্য দাম কত?
স্মার্টফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে ভারতীয় মুদ্রায় 22,990 টাকা। আপনার একান্ত প্রয়োজন 4GB Virtual RAM সুবিধাও পাবেন। এছাড়াও HDFC Bank, ICICI Bank এবং Kotak Bank গ্রাহকদের ক্ষেত্রে অতিরিক্ত 1,500 টাকা ডিসকাউন্ট রয়েছে। একই সঙ্গে One-Time Screen Replacement এবং Jio Benefits Worth 10,000 টাকা সুবিধা উপলব্ধ রয়েছে।