ভারতে আজকে স্যামসাংয় লঞ্চ করেছে তাদের বহু প্রতীক্ষিত আরেকটি নতুন F সিরিজের স্মার্টফোন। এটি Samsung Galaxy F22। দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Samsung Galaxy F22 স্পেসিফিকেশনস
Samsung Galaxy F22 এর মধ্যে রয়েছে 6.4 ইঞ্চির HD+ sAMOLED Infinity U ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 90Hz এর। এবার আসা যাক স্মার্টফোনের ব্যাটারির ব্যাপারে। এর মধ্যে রয়েছে ম্যাসিভ 6000mAh ব্যাটারি। স্যামসাং ক্লেইম করছে যেটি 29 ঘণ্টা পর্যন্ত ওয়াইফাই এবং LTE-তে ইন্টারনেট ইউজ টাইম দেবে। তারই সাথে 133 ঘন্টা দেবে মিউজিক প্লেব্যাক টাইম।
ক্যামেরা হিসাবে রয়েছে কোয়াড ক্যামেরা(Quad Camera) সেটআপ। যার প্রাইমারি সেন্সর 48MP এর। তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর।
প্রসেসর হিসাবে পাওয়া যাবে MediaTek এর G80 প্রসেসর। তার সাথে 4GB-64GB এবং 6GB-128GB এই দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবল থাকছে।স্মার্টফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। রয়েছে 2 ডেডিকেটেড সিম কার্ড স্লটস। পাওয়া যাবে Android 11 এর উপর ভিত্তি করে One UI Core 3.1 সাপোর্ট। রয়েছে USB Type C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক।
জানেন কি : ভারতে Redmi-র প্রথম 5G স্মার্টফোন Redmi Note 10T 5G আসছে, জেনেনিন বিস্তারিত
সিকিউরিটির কথা বলতে গেলে রয়েছে Fast Face Unlock এর সুবিধা এবং Side Mounted Fingerprint Sensor। দুটো কালার ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি এভেলেবেল হবে- ডেনিম ব্ল্যাক এবং ডেনিম ব্লু।
Samsung Galaxy F22 প্রাইস ও সেল ডিটেলস
Samsung Galaxy F22 ভারতের দুটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। একটি 4GB ও 64GB এবং অপরটি 6GB ও 128GB। 4GB-64GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 12,499 টাকা। তার সাথে 6GB-128GB ভার্শনের দাম রাখা হয়েছে 14,499 টাকা। সেল শুরু হবে 13 ই জুলাই দুপুর বারোটা থেকে ফ্লিপকার্টে।