ভারতে Redmi-র প্রথম 5G স্মার্টফোন Redmi Note 10T 5G আসছে, জেনেনিন বিস্তারিত

Redmi Note 10T ShresthoTech

Redmi Note 10 সিরিজের ইতিমধ্যেই চারটি স্মার্টফোন ভারতের বাজারে আমরা দেখেছি। সেগুলি হল Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max এবং Redmi Note 10s। এই চারটি স্মার্টফোনের পর ভারতে এবার নতুন এক স্মার্টফোন লঞ্চ হতে চলেছে এই সিরিজেরই। আর এটি Redmi Note 10T 5G স্মার্টফোন।  

ইতিমধ্যেই রাশিয়াতে লঞ্চ হয়ে গেছে এই স্মার্টফোনটি এবং অতিসম্প্রতি মুকুল শর্মা এই স্মার্টফোনটি মাইক্রো সাইট দেখেছেন অ্যামাজন ইন্ডিয়াতে। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোন সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Redmi Note 10T 5G স্পেসিফিকেশন্স

ভারতে এটিই Redmi ব্র্যান্ডের প্রথম 5G স্মার্টফোন হতে চলেছে। এই স্মার্টফোনটি ইতিমধ্যেই রাশিয়াতে লঞ্চ হয়ে গেছে। যেটা থেকে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আমরা কিছুটা হলেও ধারণা পাচ্ছি। Redmi Note 10T 5G তে রয়েছে 6.5 ইঞ্চি এর IPS LCD ডিসপ্লে। যার মধ্যে পাওয়া যাবে FHD+ রেসোলিউশন। এর রিফ্রেশ রেট 90Hz এর। 

ক্যামেরার কথা বলতে গেলে এর মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা(Triple Camera) সেটআপ। এর প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেলের, সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল এর ডেফথ সেন্সর রয়েছে। সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের।

জানেন কি : ইনস্টাগ্রামে নিয়ে আসা হচ্ছে Exclusive Stories, পাওয়া যাবে এই বিশেষ সুবিধা

রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর প্রসেসর হিসেবে রয়েছে MediaTek এর Dimensity 700। ব্যাটারির কথা বলতে গেলে এর মধ্যে রয়েছে 5000mAh ব্যাটারি। 18W এর চার্জিং সাপোর্ট। রয়েছে USB Type C পোর্ট ও 18W এর ফাস্ট চার্জিং সাপোর্ট। 

Redmi Note 10T 5G এর দাম

স্মার্টফোনটি রাশিয়াতে দাম রাখা হয়েছে 19,990 রাশিয়ান রুবেল। যেটা ভারতীয় মুদ্রায় প্রায় 20,264 টাকা। মনে করা হচ্ছে ভারতের দাম এর আশেপাশেই থাকবে।

কেমন লাগছে স্মার্টফোনটার স্পেসিফিকেশনস আপনার? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে এখনও পর্যন্ত এ স্মার্টফোন কবে লঞ্চ হবে সে সম্পর্কে অফিশিয়াল কোনরকম খবর পাওয়া যায়নি। যেহেতু আমাজনে মাইক্রোসাইট প্রস্তুত হয়ে গেছে, তাই মনে করা হচ্ছে স্মার্টফোনটি লঞ্চ হতে আর বেশী দেরী হবেনা।