আজই লঞ্চ হচ্ছে Samsung Galaxy F22, জেনে নিন এর সম্ভাব্য স্পেসিফিকেশনস এবং লঞ্চ ইভেন্ট ডিটেলস

Samsung Galaxy F22 ShresthoTech

ভারতে আজকে স্যামসাং এর পক্ষ থেকে লঞ্চ হতে চলেছে F সিরিজের নতুন একটি স্মার্টফোন। এটা অন্য কোন স্মার্টফোন নয়। এটি Samsung Galaxy F22। এই স্মার্টফোনের মাইক্রোসাইট ইতিমধ্যেই তৈরী হয়ে গিয়েছিল অ্যামাজনে। যেটা থেকে আমরা এই স্মার্টফোনের আপকামিং ফিচার সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পেরেছিলাম। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের ফিচারস সম্পর্কে কি জানতে পারছি আমরা।  

Samsung Galaxy F22 স্পেসিফিকেশন্স

Samsung Galaxy F22 এর মধ্যে থাকবে 6.4 ইঞ্চির HD+ sAMOLED ডিসপ্লে। যার মধ্যে থাকবে ইনফিনিটি ইউ কাট আউট নচ। তার সাথে ব্যাটারি হিসাবে থাকছে 6000mAh এর ব্যাটারি। ক্যামেরার কথা বলতে গেলে এই স্মার্টফোনে পাওয়া যাবে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেলের।

বাকি ক্যামেরা গুলি সম্পর্কে এখনও না জনাতে পারা গেলেও কিছু লিক্স দেখে মনে করা হচ্ছে এই স্মার্টফোনটিকে থাকবে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তার সাথে সেলফি ক্যামেরা হিসেবে থাকতে পারে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 

জানেন কি : ইনস্টাগ্রামে নিয়ে আসা হচ্ছে Exclusive Stories, পাওয়া যাবে এই বিশেষ সুবিধা

এখনো পর্যন্ত স্মার্টফোনটিকে আমরা ব্ল্যাক কালারের দেখতে পেয়েছি। মনে করা হচ্ছে পরবর্তীকালে অন্যকোন কালারেও হয়তো আমরা দেখতে পাবো এক স্মার্টফোনটিকে। তবে এর বেশি এখনো পর্যন্ত অফিশিয়ালি এই স্মার্টফোন সম্পর্কে জানানো হয়নি স্যামসাং এর পক্ষ থেকে। মনে করা হচ্ছে এর মধ্যে থাকবে 3.5 এমএম হেডফোন জ্যাকও। আর প্রসেসর হিসেবে আমরা পেতে পারি MediaTek এর Helio G80। তবে সমস্ত কিছু কনফার্ম হয়ে যাবে আর মাত্র কয়েক ঘন্টা পর। 

কখন লঞ্চ হবে স্মার্টফোনটি? 

এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে আজকে দুপুর বারোটার সময়।