অফিশিয়াল লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Samsung Galaxy Buds2-র কালার ভেরিয়েন্ট, স্পেসিফিকেশনস এবং সম্ভাব্য দামও, আগে আগেই জেনেনিন

Samsung Galaxy Buds2 ShreshthoTech
Samsung Galaxy Buds2 (Image:91mobiles)

Samsung Galaxy Buds2-এর লঞ্চ Date ছিল আগামী আগস্ট মাসের 11 তারিখ। তবে সম্প্রতি লঞ্চের আগেই Samsung Galaxy Buds2-এর কিছু ফিচারস ফাঁস হয়ে গেল। ইতিমধ্যেই উঠে এসেছে বেশ কিছু স্পেসিফিকেশন।

Samsung Galaxy Buds2  স্পেসিফিকেশনস

সর্বপ্রথম আমরা ব্যাটারি পারফরমেন্সে ব্যাপারে জেনে নেব। সংস্থার তরফ থেকে এই প্রত্যেকটি Earbud এর মধ্যে রাখা হয়েছে 61mAh Battery। একই সাথে Case মধ্যে থাকছে 472mAh Battery। যেটি নিঃসন্দেহে 20 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম। 

এছাড়াও ANC বন্ধ থাকার ক্ষেত্রে আপনি 28 ঘণ্টা পর্যন্ত এর ব্যাটারি পারফরম্যান্স পেয়ে যাবেন। এরই পাশাপাশি আপনি প্রত্যেকটি Earbuds এর ব্যাটারি ক্যাপাসিটি নজর রাখার সুবিধা পেয়ে যাবেন। 

জেনেনিন : Free Fire করে ফেলল এই অবিশ্বাস্য রেকর্ড, তার জন্যই ঘোষণা করা হল স্পেশাল ইভেন্টেরও, এখুনি জেনেনিন

এটিতে একটি ইকুলাইজার রয়েছে! Find My Earbuds সুবিধাও এটির মধ্যে আপনি পেয়ে যাবেন। এছাড়াও এটির মধ্যে থাকছে Single-Tap, Double-Tap, Triple-Tap ফিচারস অর্থাৎ যার মাধ্যমে আপনি এটিকে Enable/Disable সহ নানান সুবিধা উপকরতে পারবেন। 

দাম কত রাখা হয়েছে?

এটি আপনি Black, White, Green, Violet এবং Yellow এই 5 টি কালার ভেরিয়েন্ট কিনে নিতে পারবেন। এর সম্ভাব্য দাম হতে চলেছে USD 149- USD 169 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 11,000 থেকে 12,500 টাকার মধ্যে। 

Samsung সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই আমরা অসাধারণ সমস্ত প্রোডাক্ট পেয়েছি। উল্লেখ্য প্রোডাক্টের বেশকিছু ফিচারস দুর্দান্ত হলেও এটির মধ্যে আপনি 360 Audio কোনরকম সুবিধা পাবেন না। আপনি যদি এই প্রোডাক্ট কেনার কথা ভেবে থাকেন তাহলে আর কয়েকটা দিন আপনাকে অপেক্ষা করতে হবে। অফিশিয়াল লঞ্চের পর এর সেল ডেট সংস্থার তরফ থেকে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।