মাত্র কয়েকদিন পরই লঞ্চ হতে চলেছে Redmi Note 10s স্মার্টফোন, দেখে নিন এর সম্ভাব্য দাম, স্পেসিফিকেশনস ইত্যাদি সমস্ত কিছু বিস্তারিত ভাবে

redmi note 10s probable price and specifications

আর মাত্র কয়েকদিন পরই রেডমি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে তাদের বহুপ্রতীক্ষিত Redmi Note 10s স্মার্টফোনটি। মে মাসের 13 তারিখে লঞ্চ করা হবে এই স্মার্টফোনটিকে। ইতিমধ্যেই এই স্মার্টফোনটির বিষয়ে যাবতীয় জানিয়ে আমাজনে মাইক্রো সাইট তৈরি হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনস এবং তার সাথে তার দাম সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে। 

Redmi Note 10s এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স

ইউরোপের বাজারে এই স্মার্টফোন টি ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে। তার স্পেসিফিকেশন্স দেখে মনে করা হচ্ছে Redmi Note 10s থাকতে পারে 6.43 ইঞ্চির FHD+ অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের ব্রাইটনেস হতে পারে 1100nits। মনে করা হচ্ছে থাকবে Corning Gorilla Glass 3 এর প্রটেকশন। 

ক্যামেরা হিসেবে স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের। সাথে পাবেন 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে যেটা পাঞ্চ হোলের মধ্যে প্লেস করা হবে। 

ব্যাটারি কথা বলতে গেলে এই স্মার্টফোনে পেয়ে যাবেন 5000mAh এর ম্যাসিভ ব্যাটারি। আর এই ম্যাসিভ ব্যাটারি চার্জ করার জন্য পাবেন 30W এর ফাস্ট চার্জিং সাপোর্ট। প্রসেসর হিসাবে এর মধ্যে পাবেন Mediatek Helio G90। এছাড়াও অন্যান্য রেডমি ফোনের মতোই এর মধ্যে IR Blaster পাবেন, 3.5mm অডিও জ্যাক পেয়ে যাবেন এবং টাইপ সি পোর্ট থাকছে। আর এই স্মার্টফোনটি হবে IP53 সার্টিফাইড স্প্লাশ রেসিস্টেন্স। 

জেনে নিন : কোভিড‌ ‌ভ্যাক্সিনেশন‌ ‌স্লট‌ ‌ফাঁকা‌ ‌আছে‌ ‌কিনা‌ ‌এলার্ট‌ ‌দিয়ে‌ ‌জানিয়ে‌ ‌দেবে‌ ‌Paytm,‌ ‌জেনেনিন‌ ‌কিভাবে‌ ব্যবহার‌ ‌করবেন‌ ‌এই‌ ‌নতুন‌ ‌সুবিধা‌

শুধু মাত্র এখানেই থেমে যাচ্ছে না। 13 তারিখ Redmi Note 10s স্মার্টফোনের সাথে রেডমি লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে তাদের প্রথম রেডমি ব্র্যান্ডের স্মার্টওয়াচ। যার নাম তারা দিয়েছে Redmi Watch। তবে এই রেডমি ওয়াচ বিক্রি করা হবে ফ্লিপকার্ট এর মাধ্যমে। ইতিমধ্যে ফ্লিপকার্টে সেই বিষয়ে জানিয়ে তাদের ল্যান্ডিং পেজ তৈরী হয়ে গেছে। 

Redmi Note 10s এর সম্ভাব্য দাম 

Redmi Note 10s ইউরোপের বাজারে তিনটি ভেরিয়েন্ট এ পাওয়া যাচ্ছে। সেগুলি হল 6 GB RAM এবং 64GB স্টোরেজ, 6 GB RAM ও 128 GB স্টোরেজ এবং তার সাথে 8 GB RAM ও 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। ইউরোপের বাজারে এই স্মার্টফোনের দাম দেখা যাক। 6 GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় 20400 টাকা। 6 GB RAM ও 128 GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 22200 টাকা। 8 GB RAM ও 128 GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 24900 টাকা। ভারতের বাজারে এই স্মার্টফোনের দাম এত বেশি না হলেও মনে করা হচ্ছে যথাযথই থাকবে। 

তাই একইসাথে Redmi Note 10s এবং Redmi Watch দুটো চমকের আশায় অপেক্ষারত ভারতীয়রা। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।