Redmi Note 10s এর সাথে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে রেডমির স্মার্টওয়াচ Redmi Watch, জেনে নিন বিস্তারিত

redmi watch india launch teased

গত বছর নভেম্বর মাসে রেডমি তরফ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছিল তাদের স্মার্টওয়াচ। এর নাম দেওয়া হয়েছিল Redmi Watch। যদিও ভারতের বাজারে সেই স্মার্টওয়াচ কে তখন লঞ্চ করা হয়নি। এবার মনে করা হচ্ছে সেই স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। 

আর সেটা লঞ্চ হবে Redmi Note10s এর সাথেই। অর্থাৎ মে মাসের 13 তারিখে দুপুর 12 টায় এই স্মার্টওয়াচের অফিসিয়াল লঞ্চ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত না জানিয়ে শুধুমাত্র একটি টুইট পোস্ট করেছে রেডমি। যেখানে তারা জানিয়েছে তারা নতুন এক ওয়ারলেবেল লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে। সমস্ত কিছু দেখে মনে করা হচ্ছে এটি একটি স্মার্টওয়াচই হতে চলেছে। 

দেখেনিন Redmi India-র করা টুইটটি – 

ইতিমধ্যে রেডমির তরফ থেকে একটি ল্যান্ডিং পেজ তৈরী করে দেওয়া হয়ে গেছে। যেখানে গেলে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কি কি স্পেসিফিকেশন থাকতে পারে তার হালকা ইন্ডিকেশন। বিভিন্ন রকম কালারে এই স্মার্টওয়াচ কে দেখতে পারবো আমরা। তার সাথে ডিজাইন হবে খুব সুন্দর বলে ক্লেইম করছে রেডমি। 

এর মধ্যে আপনি পেয়ে যাবেন GPS/GLONASS এর সাপোর্ট। এগুলো আপনাকে প্রিসাইজ নেভিগেশন পেতে সাহায্য করবে। আর তার সাথে এগারটি স্পোর্টস মোড পেয়ে যাবেন। তার মধ্যে Cycling, Swimming, Running, Cricket এই সমস্ত স্পোর্টস মোড থাকছেই। এছাড়াও থাকবে স্লিপ মনিটরিং, হার্টরেট মনিটরিং তার সাথে গাইডের বৃদিং এর সুবিধাও। 

জেনে নিন : Google Maps এর জন্য ভুল মহিলাকে বিয়ে করে ফেলছিলেন ইন্দোনেশিয়ার বর, হাসির রোল নেটদুনিয়ায়

যেগুলিকে নিয়ে আপনি নিঃসন্দেহে আপনার স্ট্রেস কমিয়ে ফেলতে পারবেন। আর শুধু মাত্র এখানেই থেমে নয়। দু’শোর বেশি Watch Face পেয়ে যাবেন। যেগুলো ব্যবহার করে আপনি আপনার Redmi Watch কে পছন্দ মত স্টাইল অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন।

ইতিমধ্যে চিনে লঞ্চ হওয়া স্মার্টওয়াচের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন স্কয়ার শেপ। থাকছে 1.4 ইঞ্চির IPS LCD। এর মধ্যে পেয়ে যাবেন সাতদিনের ব্যাটারি লাইফ। আর তার সাথে যদি ব্যাটারি সেভার মোড ব্যবহার করেন তাহলে 12 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ পেয়ে যেতে পারেন। তার মধ্যে আছে 230mAh এর ব্যাটারি। যেটা সেই স্মার্টওয়াচ কে ফুল চার্জ করতে দু’ঘণ্টা মত সময় নেবে। এর ওজন 35 গ্রাম। তারই সাথে এটি 50 মিটার পর্যন্ত ওয়াটার রেসিস্ট্যান্ট। 

চিনে লঞ্চ সময় এই স্মার্টওয়াচের দাম ছিল 299 ইউয়ান। যেটা ভারতীয় মুদ্রায় প্রায় 3413 টাকা মত। এবার এই স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হলে তার দাম কত হয় সে সম্পর্কে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে তিন থেকে চার হাজার টাকার মধ্যেই এই স্মার্টওয়াচের দাম থাকবে ভারতের বাজারে।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।