ভারতের বাজারে রেডমি লঞ্চ করতে চলেছে Redmi AirDots S ? জেনে নিন বিস্তারিত

গত মাসে রেডমি চীনের বাজারে লঞ্চ করেছিল তাদের Redmi AirDots S প্রোডাক্টটি। চীনের বাজারে তার দাম রেখেছিল 99.9 ইউয়ান। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 1,100 টাকা।

এবার মনে করা হচ্ছে সেই প্রোডাক্টটি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে রেডমি।

রেডমির তরফ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো খবর পাওয়া না গেলেও তার একটি টুইট করে রিসেন্টলি । যেটা দেখে নতুন একটি অডিও প্রোডাক্ট লঞ্চ করা হবে এই বিষয়ে নিশ্চিত ভাবে বলা যায়। 

আর সেই প্রোডাক্ট টি Redmi AirDots S হতেও পারে।

দেখে নিন সেই টুইট ।

পরবর্তী কালে তারা আবার টুইট করেন এটা !

চলুন দেখে নেওয়া যাক সেই চীনের বাজারে লঞ্চ হওয়া সেই প্রোডাক্ট টির মধ্যে কি কি বিশেষ ফিচার রয়েছে।

Redmi AirDots S -এ কি কি ফিচার রয়েছে ?

এই Redmi AirDots S এ আপনি পেয়ে যাবেন ব্লুটুথ 5.0 এর সাপোর্ট। এর মধ্যে আপনি পাবেন 7.2mm ড্রাইভার্স। যার মধ্যে পাবেন IPX4 ওয়াটার রেসিস্ট্যান্স। 

আছে নয়েজ ক্যান্সলেসন ও ভয়েজ এসিস্ট্যান্ট এর সুবিধাও।

আরও জানুন : ওয়ান প্লাস Z এর লঞ্চ ইভেন্টেই লঞ্চ হতে পারে ওয়ানপ্লাসের ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস, কেমন হবে ?

একবার ফুল চার্জ দিয়ে এটিকে আপনি 4 ঘন্টা ব্যবহার করতে পারবেন। চারজিং কেসের সাথে ধরে সেটা গিয়ে দাঁড়াবে 12 ঘন্টা পর্যন্ত। 

আমার এখনও জানতে পারিনি কবে সেই প্রোডাক্টটি লঞ্চ হবে। তবে মনে করা হচ্ছে শীঘ্রই লঞ্চ করা হবে এটি।