লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Realme Narzo 9i স্মার্টফোনের স্টোরেজ, RAM এবং কালার ভেরিয়েন্ট, আগেই দেখেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে

খুব শীঘ্রই Realme ব্র্যান্ড ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে Realme Narzo 9i স্মার্টফোন। এমনটাই জানিয়েছেন টিপস্টার Mukul Sharma। সম্প্রতি এই স্মার্টফোনটি নিয়ে তারা বিশেষ ভাবে কাজ করে চলেছে বলে জানা গেছে। ইতিমধ্যেই লঞ্চের আগে স্মার্টফোনের RAM & স্টোরেজ, স্পেসিফিকেশন্স এবং কালার ভেরিয়েন্ট ফাঁস হয়েছে।

Realme Narzo 9i স্মার্টফোনের RAM ও স্টোরেজ কেমন রয়েছে?

সূত্র মারফত জানা গেছে স্মার্টফোনটি Realme 9i স্মার্টফোনের রি-ব্র্যান্ড হতে পারে। তাই মনে করা হচ্ছে স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 4GB এবং 6GB RAM। একই সাথে পাওয়া যাবে 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ।

Realme Narzo 9i সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন?

এই স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 6.6-Inch Display। একই সাথে রয়েছে 90Hz Refresh Rate। এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে Qualcomm Snapdragon 680 Processor। 

ক্যামেরা হিসাবে পাওয়া যাবে 50MP + 8MP + 2MP বিশিষ্ট ট্রিপল ক্যামেরা সেটআপ। তারই সাথে পাবেন 16MP ফ্রন্ট ক্যামেরা। আরও থাকছে 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জার। 

জেনেনিন : International Space Station-এ 12 দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন জাপানি ধনকুবের Yusaku Maezawa, পরবর্তী টার্গেট SpaceX Moon Trip

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

স্মার্টফোনটি দুটি কালার অপশনে পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে Prism Black এবং Prism Blue কালার ভেরিয়েন্ট। চলুন এবার লঞ্চ ডেট সম্বন্ধে জেনে নেওয়া যাক। 

লঞ্চ Date কবে?

সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত স্মার্টফোনটির লঞ্চ ডেট জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে স্মার্টফোনটি আগামী বছর অর্থাৎ 2022 সালের প্রথম দিকেই লঞ্চ হবে। লঞ্চের পরেই স্মার্টফোনের সঠিক দাম জানা যাবে। কি ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সম্বন্ধে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।