লঞ্চ হয়ে গেল iQOO Neo 5 SE এবং iQOO Neo 5s স্মার্টফোন, দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

সম্প্রতি iQOO চিনে লঞ্চ করে দিল দুটি নতুন স্মার্টফোন। যার একটি হল iQOO Neo 5 SE এবং অন্যটি iQOO Neo 5S মডেল। ইতিমধ্যে উভয় স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট প্রকাশিত হয়েছে। এখুনি জেনেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

iQOO Neo 5 SE স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে 6.67-Inch Full HD+ IPS LCD Display। একই সাথে থাকছে 144Hz Refresh Rate। স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে Snapdragon 870 SoC। এছাড়াও পাবেন 50MP Primary Camera, 8MP Ultrawide Camera এবং 2MP Macro Camera যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ। আরও রয়েছে 16MP ক্যামেরায় সেলফি তোলার সুযোগ। 

জানা গেছে স্মার্টফোনটি Android 11- Origin OS Ocean উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এখানেই শেষ নয় ইনক্লুড থাকছে 4500mAh ব্যাটারি এবং 55W ফাস্ট চার্জিং এর সুবিধাও।

iQOO Neo 5S স্পেসিফিকেশন্স কেমন রয়েছে? 

এই স্মার্টফোনে থাকছে 120Hz Refresh Rate বিশিষ্ট 6.62-Inch Full HD+ AMOLED Display। একই সাথে রয়েছে 100 Nits Peak Brightness এবং HDR10+ ফিচার্স। স্মার্টফোনটি Snapdragon 888 SoC দ্বারা পরিচালিত হবে। 

এখানেই শেষ নয় থাকছে ট্রিপল ক্যামেরা। যেখানে রয়েছে 48MP Primary Camera, 13MP Ultrawide Camera এবং 2MP Macro Camera। তারই সাথে পাওয়া যাবে 16MP ফ্রন্ট ক্যামেরা। এরই পাশাপাশি পেয়ে যাবেন 66W ফাস্ট চার্জার সহ 4500 mAh ব্যাটারি।

জেনেনিন : International Space Station-এ 12 দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন জাপানি ধনকুবের Yusaku Maezawa, পরবর্তী টার্গেট SpaceX Moon Trip

দাম কত রাখা হয়েছে?

iQOO Neo 5 SE স্মার্টফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে CNY 2199 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 26,100 টাকার কাছাকাছি। 

একই সাথে 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য খরচ করতে হবে CNY 2399 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে প্রায় 28,500 টাকার। এছাড়াও 12GB + 256GB স্টোরেজ মডেলের দাম নির্ধারণ করা হয়েছে CNY 2599 অর্থাৎ আমাদের দেশে যা 30,900 টাকা মতো। iQOO Neo 5S স্মার্টফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম CNY 2699 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 32,100 টাকা। 

একই সাথে 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে CNY 2899 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে প্রায় 34,500 টাকার কাছাকাছি। এছাড়াও 12GB + 256GB স্টোরেজের দাম নির্ধারণ করা হয়েছে CNY 3199 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 38,000 টাকার আশেপাশে।

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

iQOO Neo 5 SE স্মার্টফোনটি Grey, Silver এবং Gradient Blue এই তিনটে কালার অপশনে দেখতে পাওয়া গেছে। অন্যদিকে iQOO Neo 5S স্মার্টফোনটি Black, Orange এবং Gradient Blue কালার অপশনে পাওয়া যাবে।

ভারতে কবে লঞ্চ হতে পারে?

ভারতের বাজারে স্মার্টফোনগুলি কবে উপলব্ধ হবে তা সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত অফিশিয়ালি জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই ভারতের গ্রাহকেরা উপভোগ করতে পারবেন স্মার্টফোনগুলো। কোন স্মার্টফোনটি আপনার সবথেকে বেশি আকর্ষণীয় লেগেছে? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।