আজই শুরু হল Realme-র ফিচার ফোন Dizo Star 300 ও Dizo Star 500 এর প্রথম সেল, জেনেনিন এদের স্পেসিফিকেশন্স, দাম সমস্ত কিছু

Realme Dizo Star 300 Dizo Star 500 ShresthoTech

মাত্র কয়েক দিন আগেই রিয়েলমি তাদের Dizo সাব-ব্রান্ডের আন্ডারে Dizo Star 300 ও Dizo Star 500 দুটো ফিচার ফোন লঞ্চ করে করেছিল। আজই থেকেই শুরু হয়ে গেল এই ফোন দুটির সেল। চলুন জেনে নেওয়া যাক এই দুটি ফিচার ফোন সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। জেনে নেব সেগুলির স্পেসিফিকেশনস ও দাম বিস্তারিত ভাবে। 

Dizo Star 300 ও Dizo Star 500 স্পেসিফিকেশনস

Dizo Star 300 এর মধ্যে রয়েছে 1.77 ইঞ্চির ডিসপ্লে। রয়েছে 32MB ইন্টারনাল স্টোরেজ। থাকছে 2550mAh এর ব্যাটারি। ফিচার ফোনটি আটটা লোকাল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। সেগুলো হল- ইংলিশ, হিন্দি, তামিল, বাংলা, গুজরাটি, তেলেগু, পাঞ্জাবি এবং কান্নাডা। রয়েছে 0.3MP রিয়ার ক্যামেরা।

জানেন কি : ভারতে Huawei লঞ্চ করেদিল তাদের Huawei Band 6, রয়েছে চোখ ধাঁধানো স্পেসিফিকেশনস

Dizo Star 500 এর মধ্যে রয়েছে 2.8 ইঞ্চির ডিসপ্লে। ব্যাটারির কথা বলতে গেলে এর মধ্যে রয়েছে 1900mAh-এর ব্যাটারি। পাঁচটি লোকাল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে এই ফিচার ফোন। সেগুলো হল ইংরেজি, হিন্দি, তামিল, গুজরাটি ও তেলেগু। এটিতে থাকছে 0.3 মেগাপিক্সেল VGA রিয়ার ক্যামেরা। এর মধ্যেও রয়েছে LED ফ্ল্যাশ। থাকছে 32MB ইন্টারনাল স্টোরেজ। রয়েছে স্ট্রিপ টর্চ। 

দুটি ফিচার ফোনের দাম 

Dizo Star 300 এর দাম রাখা হয়েছে 1,299 টাকা। আর তার সাথে Dizo Star 500-এর দাম রাখা হয়েছে 1,799 টাকা। কিনতে পারা যাবে Flipkart থেকে। কেমন লাগলো এই দুটি ফিচার ফোন আপনার? অবশ্যই কমেন্ট করে জানাবেন। 

শ্রেষ্ঠ টেক- এর সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।